‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

১৪ নভেম্বর ২০২১

৭:৩৬:১৪ AM
1198262

মরিশাসের খ্রিষ্টান যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

মহানবি (স.)-এর বংশধারার ৮ম ইমাম হজরত আলী ইবনে মুসা আর-রেজা (আ.)-এর মাজারে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মরিশাসের এক যুবক (৩০)।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মহানবি (স.)-এর বংশধারার ৮ম ইমাম হজরত আলী ইবনে মুসা আর-রেজা (আ.)-এর মাজারে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মরিশাসের এক যুবক (৩০)।

ইমাম রেজা (আ.)-এর মাজারে বিদেশী যেয়ারতকারীদের জন্য নির্ধারিত বিশেষ বিভাগের পরিচালকের তত্ত্বাবধানে আয়োজিত এক অনুষ্ঠানে মরিশাসের ঐ যুবক শাহাদাতাইন পাঠের মাধ্যমে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পর ঐ নও মুসলিম বলেন: মারিশাস দ্বীপে বিভিন্ন ধর্মের অনুসারীরা বসবাস করেন; তাদের মাঝে শতকরা ৩০ ভাগ মুসলমান। শৈশব থেকে আমি মুসলমানদের ধর্মীয় রীতি-রেওয়াজ সম্পর্কে মোটামুটি পরিচিত।

ইন্টারনেটে ইসলাম ধর্ম সম্পর্কে স্ট্যাডি ও গবেষণা করার পর এ ধর্ম সম্পর্কে আরও বেশি জেনেছি। দীর্ঘদিন গবেষণার পর বুঝতে পেরেছি যে, ইসলাম ধর্ম অন্যান্য ধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। আর তাই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেই।

প্রসঙ্গত, দ্বীপ রাষ্ট্র মরিশাস; ভারত মহাসাগরের একেবারে দক্ষিণে প্রান্তে, মাদাগাস্কারের পূর্বে এবং আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর মোট জনসংখ্যা ১০ লাখেরও বেশী। মোট জনসংখ্যার অর্ধেক হিন্দু, ২০% খ্রিষ্টান ও অন্যান্য ধর্মের অনুসারী এবং ৩০% মুসলমান।#176