‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৩ এপ্রিল ২০২২

৪:৫৭:৪৫ PM
1250861

আফগান সীমান্তের ওপার থেকে গুলিতে ৩ পাকিস্তানি সেনা নিহত

আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সীমান্তে আরও তিন সেনা নিহতের খবর দিয়েছে পাকিস্তান। আজ (শনিবার) দেশটির সেনাবাহিনী জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনাবাহিনীর ওপর হামলা হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সীমান্তে আরও তিন সেনা নিহতের খবর দিয়েছে পাকিস্তান। আজ (শনিবার) দেশটির সেনাবাহিনী জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনাবাহিনীর ওপর হামলা হয়েছে।

আফগান সীমান্তের ওপার থেকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালালে ওই তিন পাকিস্তানি সেনা প্রাণ হারান।

পাকিস্তানি সেনা কর্তৃপক্ষ দাবি করেছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানি সেনাদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। তবে পাকিস্তানি বাহিনী হামলাকারীদের যথোপযুক্ত জবাব দিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী বহু সন্ত্রাসী হতাহত হয়েছে।

আফগানিস্তানের ভূখণ্ড থেকে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালানোর কঠোর নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। ভবিষ্যতে এধরনের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়।

এর আগে গত ১৪ এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের আট সেনা নিহত হয়। এরপর পাকিস্তানের সশস্ত্র বাহিনী আফগানিস্তানে বিমান ও রকেট হামলা চালায়। এতে বহু মানুষ হতাহত হন। এই ঘটনার পর থেকে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনও বেড়েছে।#

342/