‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২১ সেপ্টেম্বর ২০২২

৪:৩০:২৫ PM
1306991

বিএনপি আন্দোলনের নামে রাজপথে সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করছে: কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে রাজপথে আবার সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে। আজকাল বিএনপির নেতা-কর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা দেখা যাচ্ছে, এটা কিসের আলামত? এটা কি জাতীয় পতাকার অবমাননা নয়?

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ (বুধবার) সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংয়ে এসব কথা বলেন। 

ওদিকে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতারা দিয়ে বলেছেন, আন্দোলনের নামে যেখানেই অরাজকতা হবে, সেখানেই প্রতিরোধ করা হবে। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে পেট্রলবোমা দিয়ে হাজার হাজার মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তারা দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। তারা আবারও আন্দোলনের নামে মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

গতকাল (মঙ্গলবার) দুপুরে কারওয়ান বাজার ও মুগদায় বিএনপির আন্দোলন কর্মসূচির প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এক সমাবেশে এসব কথা বলেন যুবলীগ নেতারা। চলতি মাসের শুরু থেকেই তারা সারা দেশে এই কর্মসূচি পালন করে আসছে। যুবলীগের কর্মসূচির শিরোনাম হচ্ছে ‘দেশবিরোধী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, তাণ্ডবের প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের নামে আতঙ্ক ছড়াচ্ছে। এভাবে ভীতি প্রদর্শন ক্ষমতাসীনদের একটা দমন কৌশল। যখনই আন্দোলন শুরু হয়, তখন পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এসব তৎপরতা চালায়।

আজ সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, পুলিশের এ ধরনের কর্মকাণ্ড নাগরিকের ব্যক্তিস্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ, যা সংবিধানের ৩১, ৩২ ও ৪৩ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। এমনকি ফৌজদারি কার্যবিধি, পুলিশ আইনবিধি কিংবা অন্য কোনো আইনেও সমর্থনযোগ্য নয়।#

342/