‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৮ অক্টোবর ২০২২

৮:১৩:২০ PM
1311674

ভারত যেখান থেকে পারে সেখান থেকে তেল কিনবে: জ্বালানি মন্ত্রীর ঘোষণা

ভারতের কেন্দ্রীয় জ্বালানিমন্ত্রী হার্দিক সিং পুরি বলেছেন, তার দেশ যেখান থেকে পারে সেখান থেকে তেল কিনবে। একই সঙ্গে তিনি বলেন, কোনো দেশ ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে বলেনি।

হারদিপ সিং বলেন, নিজ দেশের নাগরিকদের জ্বালানি সরবরাহ করার নৈতিক দায়িত্ব রয়েছে ভারত সরকারের ওপর। সে কারণে যেখান থেকে খুশি সেখান থেকে ভারত তেল কিনবে এবং এ নিয়ে কোনো আলোচনা করার প্রয়োজন নেই। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদেরকে এসব কথা বলেছেন ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী।

তিনি আরো জানান, কোনো দেশ ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার কথা বলেনি।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। গত এপ্রিল মাস থেকে ভারত রাশিয়া থেকে তেল আমদানি ৫০ গুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ভারত তার মোট জ্বালানির শতকরা ১০ ভাগ রাশিয়া থেকে পূরণ করছে।

হারদিপ সিং জানান, "ভারত প্রতিদিন ৫০ লাখ ব্যারেল তেল ব্যবহার করে এবং তেলের ব্যবহার দিন দিন বাড়ছে। ফলে এখন কেউ আমাদেরকে তেল ব্যবহারের ব্যাপারে কোনো কিছু বলেনি, এ ব্যাপারে একটা সমঝোতা রয়েছে।"

তিনি আরো বলেন, ইউরোপের দেশগুলো এক বিকেলে রাশিয়া থেকে যে পরিমাণে তেল আমদানি করে, ভারত ১৫ দিনেও তা করে না।#

342/