‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৮ অক্টোবর ২০২২

৮:১৫:১৪ PM
1311678

এবার পাকিস্তানের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশটির জোট সরকার সর্বাত্মক প্রচেষ্টা শুরু করেছে। প্রেসিডেন্টকে সাংবিধানিকভাবে ক্ষমতাচ্যুত করার জন্য তারা এরইমধ্যে প্রক্রিয়া খানিকটা এগিয়ে নিয়েছে।

প্রেসিডেন্ট আলভিকে ইমপিচ করার প্রস্তাব সর্বপ্রথম পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি উত্থাপন করেন এবং পরে বহু সংখ্যক সংসদ সদস্য এ প্রস্তাবের প্রতি সমর্থন দিয়েছেন।

বৃহস্পতিবার পাকিস্তান জাতীয় সংসদের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট আলভি ভাষণ দেয়ার কয়েক ঘন্টা পর সংসদ সদস্যরা এই উদ্যোগ নেন। তারা বলছেন, প্রেসিডেন্ট আলভি সংবিধান লংঘন করেছেন। পাকিস্তানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টকে ইমপিচ করতে হলে দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন কিন্তু বর্তমানে ক্ষমতাসীন জোট সরকারের প্রয়োজনীয় সংখ্যক ভোট নেই।

এর আগে রাজনৈতিক কৌশল বিস্তার করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে উৎখাত করে পাকিস্তানের মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। আশ্চর্যজনক হচ্ছে যে, এই দুই দল চিরপ্রতিদ্বন্দ্বী হলেও ইমরান খানের সরকারকে উৎখাত করার ব্যাপারে এবারই প্রথম ঐক্যবদ্ধ অবস্থান নেয় এবং ইমরান খানের সরকারের পতনের পর জোট সরকার গঠন করেছে।

ইমরান খানের সরকার পতনের পেছনে মার্কিন সরকারের ব্যাপক চাপ ছিল বলে জনশ্রুতি রয়েছে। এ বিষয়ে ইমরান খান নিজেও বহুবার অভিযোগ করেছেন।#

342/