‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১২ অক্টোবর ২০২২

৬:০৪:১৩ PM
1313024

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: জেলেদের বিরুদ্ধে অভিযান

প্রজনন মৌসুমে ইলিশ মাছের বংশ বৃদ্ধিতে সহায়তা করা এবং ছোট ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে গত ৭ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।


এ নিষেধাজ্ঞা চলাকালে কর্মহীন জেলে পরিবারগুলোকে খাদ্যসহায়তা দিচ্ছে  সরকার। উপকূলীয় অঞ্চলের সাড়ে পাঁচ লাখ পরিবারকে এ সহায়তার আওতায় আনা হয়েছে। খাদ্য সহায়তা কর্মসূচি অনুযায়ী- প্রতি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেবার কথা। তবে জেলেদের অনেকের অভিযোগ- তাদেরকে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয় নি বরং জেলে নয় এমন অনেক পরিবারকে অবৈধভাবে এ  সহায়তা দেওয়া হচ্ছে। তাছাড়া নিবন্ধিত জেলে পরিবারের অনেকের অভিযোগ-  নিষেধাজ্ঞা আরোপের এক সপ্তাহ পরেও তারা খাদ্য সাহায্য পায় নি। 

এ প্রসঙ্গে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম গণমাধ্যমকে বলেছেন, জনবান্ধব সরকার বলেয় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জন্য  খাদ্য সহায়তা দিচ্ছে। তবে সরকার এটা করতে বাধ্য নয়।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, অর্থদণ্ড ও জাল নৌকা পুড়িয়ে দেওয়া হচ্ছে।

ওদিকে, সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী ইলিশ ধরা বন্ধ রাখতে দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা-মুছাপুর ইউনিয়ন ও উড়িরচর এলাকার মেঘনা নদীতে এক অভিযান পরিচালনা করে চার জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে ১২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। তাছাড়া, জেলেদের কাছ থেকে তিন লাখ মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ঝালকাঠি জেলার সুগন্ধা ও বিশখালি নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুই জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।

মা ইলিশ রক্ষায় বুধবার (১২ অক্টোবর) ভোররাতের অভিযানে নেমে ঝালকাঠির নলছিটিতে ৬ হাজার মিটার জাল ও ৫টি নৌকা জব্দ করেছে পুলিশ।

এ সময় সুগন্ধা নদীর বিভিন্ন স্থান থেকে জাল ও নৌকা জব্দ করা হয়। তবে জেলেরা অভিযানের খবর পেয়ে পালিয়ে যান।

নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, আটক জাল পুড়িয়ে এবং নৌকা ভেঙে নষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় শেষ দিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#


342/