‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৬ অক্টোবর ২০২২

৪:০৪:৩৩ PM
1314266

ভারতে এই প্রথম ‘এমবিবিএস’ পড়ানো হবে হিন্দিতে, বই প্রকাশ করলেন অমিত শাহ

ভারতে প্রথমবারের মতো বিজেপিশাসিত মধ্যপ্রদেশে হিন্দিতে ‘এমবিবিএস’ পড়ানোর বই প্রকাশিত হয়েছে। আজ (রোববার) ভোপালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ সংক্রান্ত তিনটি বই প্রকাশ করেছেন।

তিনি বলেন- এই মুহূর্তটি দেশের শিক্ষাখাত পুনর্গঠনের মুহূর্ত। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং প্রথম হিন্দিতে মেডিক্যাল শিক্ষা শুরু করে মোদিজির ইচ্ছা পূরণ করেছেন।   অমিত শাহ বলেন- ‘যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে মাতৃভাষার সমর্থক তাদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আমাদের নিজস্ব ভাষায় শিক্ষা পাব। মধ্যপ্রদেশে নির্বাচনের সময় ইশতেহারে এটি উল্লেখ ছিল। মোদীজির নয়া শিক্ষানীতিকে মাঠে নামিয়েছে মধ্য প্রদেশ। আজ একটি নতুন শুরু। এর জন্য হিন্দি সেল গঠন করা হয়েছে। কিছুদিন পরে হিন্দিতে ইঞ্জিনিয়ারিং পড়াশুনাও শুরু হবে। এ জন্য সিলেবাস অনুবাদের কাজ শুরু হয়েছে। ছয় মাস পর হিন্দিতে পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাওয়া যাবে।’

আজ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘যে গরিব ছাত্ররা মেডিক্যাল কলেজে ভর্তি হলেও ইংরেজির জালে বাঁধা পড়ে যায় এবং বহু ক্ষেত্রে সেই কারণে পরীক্ষায় পাশ করতে পারে না এবং পড়াশোনা ছেড়ে দেয়, সেই ছাত্রদের জীবনে আজ একটি নয়া ঊষা এনে দিলেন অমিত শাহ৷’ 

এদিকে, বিভিন্ন রাজ্যে হিন্দি প্রচলনের চেষ্টা সম্পর্কে আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই যে হিন্দি ভাষী নয় এমন রাজ্যগুলোতে প্রতিটি সম্ভাব্য উপায়ে হিন্দি চাপিয়ে দেওয়ার কেন্দ্রীয় সরকারের আগ্রাসী প্রচেষ্টার পরে অ-হিন্দিভাষী রাজ্যগুলোতে যুক্তিসঙ্গত আশঙ্কা ও অসন্তোষ খতিয়ে দেখুন। এ গুলো আমাদের সংবিধানের ফেডারেল নীতির পরিপন্থী বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।#   

342/