৬ নভেম্বর ২০২২ - ২০:০২
রাজনীতির নামে মানুষের গায়ে হাত দিলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি করা সবার অধিকার। সে বিষয়ে কোন বাধা নেই। কিন্তু আন্দোলনের নামে সাধারণ মানুষের গায়ে হাত দিলে কারও রক্ষা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ঢাকায় জাতীয় জাদুঘর মিলনায়তনের এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসে আহতরা বেঁচে আছেন দুঃসহ স্মৃতি নিয়ে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপি জামাতের দুঃশাসনের কথা কেউ যেন ভুলে না যায়। যারা হুকুমদাতা তাদের কথা মানুষ ভুলবে না। এরকম অগ্নি সন্ত্রাসের ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহবান জানান আওয়ামী লীগ সভাপতি।#

342/