‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৩ নভেম্বর ২০২২

৩:৪৫:১৮ PM
1325639

দখলদারদের অপরাধের জবাবে ইহুদিবাদীদের ওপর আজকের হামলা হয়েছে: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছেন, ইহুদিবাদীদের আগ্রাসন ও অপরাধের জবাবে পশ্চিম বায়তুল মুকাদ্দাসে আজকের হামলা চালানো হয়েছে।

হামাসের মুখপাত্র আব্দুল লাতিফ আল কানু বলেছেন, দু'টি বাসস্ট্যান্ডে ইহুদিবাদীদের সাহসী অভিযানের জন্য বায়তুল মুকাদ্দাসের অধিবাসী বিশেষকরে সব ফিলিস্তিনিদের অভিনন্দন জানাচ্ছি।

বায়তুল মুকাদ্দাস শহরটি জেরুজালেম নামেও পরিচিত।

হামাস মুখপাত্র আরও বলেন, বায়তুল মুকাদ্দাসে ইহুদিবাদীদের একের পর এক হামলা এবং এই শহরকে ইহুদিকরণ ও খণ্ড-বিখণ্ড করার তৎপরতার জবাবেই ফিলিস্তিনিদের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিনি জাতি ও আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের হামলার বিষয়ে ফিলিস্তিনিরা যে নীরব থাকবে না তা এর আগে আমরা বারবার বলেছি। বায়তুল মুকাদ্দাসে ক্ষোভের যে আগুন জ্বলছে তা সব অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে জানান আব্দুল লাতিফ আল কানু।

আজ অধিকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে দু'টি বাসস্ট্যান্ডে আলাদা বিস্ফোরণে একজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। কোনো কোনো সূত্র বলছে, এই বিস্ফোরণে দুই ইহুদিবাদী প্রাণ হারিয়েছে।#

342/