‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৪ ডিসেম্বর ২০২২

৬:১২:৪৮ PM
1328538

সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে হবে- ডিএমপি: বিকল্প স্থান হলে রাজি বিএনপি

বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সংস্থাটির গণমাধ্যম শাখার প্রধান উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন আজ (রোববার) সকালে তার অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

ডিসি (মিডিয়া) বলেন, ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে এখন কোন নাশকতার কোন তথ্য নেই। তবে নিয়মিত কাজের অংশ হিসেবেই বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে তল্লাশি চৌকি বসানোও নিয়মিত কাজের অংশ বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ মুখপাত্র।

বিএনপির অভিযানকে ঘিরে কোন অভিযান চলছে না বলেও জানান তিনি। শুধু পরোয়ানা ভুক্ত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিসি ফারুক হোসেন।

এদিকে, ঢাকার পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমাবেশের কেন্দ্র হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প কোন স্থান দিলে সেটি নিয়ে তখন চিন্তা করবে বিএনপি। তবে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে সমাবেশ করার বিষয়ে এখনো অনঢ় অবস্থানের কথা জানালেন বিএনপি মহাসচিব।

তিনি বলেছেন, বিএনপির রাজধানীর সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। তবে এই সমাবেশে যদি কোন নাশকতা হয়, তার দায়ভার সরকারকেই নিতে হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও আতঙ্ক সৃষ্টির জন্যই, সরকার জঙ্গি ধরার নামে বিশেষ অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।#

342/