‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৪ ডিসেম্বর ২০২২

৬:১৬:২৩ PM
1328543

পারস্য উপসাগরে বিজাতীয়দের বিশাল নৌবহরের উপস্থিতি অনেক কমেছে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, পারস্য উপসাগরে শত্রুদের তৎপরতা রাত-দিন পর্যবেক্ষণে রয়েছে।

তিনি আজ (রোববার) সকালে দক্ষিণ ইরানের বুশেহরে বিমান বাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনের সময় এ কথা বলেন।

মোহাম্মাদ বাকেরি আরও বলেছেন, পারস্য উপসাগরের উত্তর অংশের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী। সৌভাগ্যক্রমে সেখানকার নিরাপত্তায় কোনো সমস্যা নেই। জল ও আকাশ উভয় স্থানেই নিরাপত্তা বিদ্যমান বলে জানান এই জেনারেল।

ইরানি কমান্ডার বলেন, রাত-দিন ২৪ ঘণ্টা ইরানের সশস্ত্র বাহিনীর টহল ইউনিটগুলো আকাশ ও সাগরে টহল দিচ্ছে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে বিজাতীয়দের বিশাল নৌবহরের উপস্থিতি আগের চেয়ে অনেক কমেছে বলে জানিয়ে মোহাম্মাদ বাকেরি বলেন, বিদেশি নৌবহরের সংখ্যা কমার অর্থ হচ্ছে গোটা অঞ্চলে নিরাপত্তা বেড়েছে। এটা ইরানের দৃঢ়তা ও শক্তিমত্তার পরিচায়ক। 

ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার বলেন- কৌশলগত প্রদেশ বুশেহরে মাছ শিকার এবং তেল ও গ্যাস খাতে সব ধরণের তৎপরতা নির্বিঘ্নে অব্যাহত রয়েছে। #

342/