‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৫ ডিসেম্বর ২০২২

৬:৩২:০৭ PM
1333421

নিজের স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করছে সরকার : ড. মোশাররফের অভিযোগ

ব্যক্তিস্বার্থে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক রিয়াজ উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন ।

মোশাররফ বলেন, দেশের বিদ্যমান সংকট থেকে উত্তরণ ঘটাতে হলে সরকারের পতনের বিকল্প নেই। সারা দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অর্থনীতির পুনরুদ্ধার চায় দাবী করে এ বিএনপি নেতা বলেন, দেশের রাজনীতি, সামাজিক, অর্থনীতি ও বিচারব্যবস্থা সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে। এর থেকে দেশকে রক্ষা করতে হবে। সবাইকে এজন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

ড. মোশাররফ অভিযোগ করে বলেন, দেশের মানুষের ভোট ডাকাতি করে একটি দল গায়ের জোরে ১৪ বছর ধরে ক্ষমতা আকড়ে ধরে আছে। এদের বিরুদ্ধে সবাইকে এখনই সোচ্চার হতে হবে।

তিনি আরও বলেন, সারা দেশের জনগণের বার্তাকে একত্রিত করে ১০ দফা দাবি উত্থাপন করেছে বিএনপি। এই সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ইত্যাদি। এই ১০ দফার একটাই উদ্দেশ্য এই সরকারের হাত থেকে দেশের মানুষকে উদ্ধার করা।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপি এখন আর ক্ষতায় যাওয়ার স্বপ্নে নয়, জনগণের মঙ্গলের জন্য অপশাসন বিরোধী রাষ্ট্র ব্যবস্থার জন্য ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামোকে মেরামত করবে।#

342/