‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৩১ ডিসেম্বর ২০২২

৪:৩২:৩৯ PM
1334746

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নিখুঁত আঘাত; ধ্বংস হলো কল্পিত শত্রুর বিভিন্ন ড্রোন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ মহড়া অব্যাহত রয়েছে। আজ (শনিবার) মহড়া চলাকালে ইরানের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর সাহায্যে কল্পিত শত্রুর বিভিন্ন ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

কৌশলগত হরমুজ প্রণালীর পূর্ব অংশ থেকে ভারত মহাসাগরের উত্তর প্রান্ত পর্যন্ত বিস্তৃত বিশাল এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের এই যৌথ মহড়া চলছে। 'জুলফিকার-১৪০১' সাংকেতিক নামের এই মহড়া গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে।

আজ 'মাজিদ' নামের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত দক্ষতার সঙ্গে নিখুঁতভাবে কল্পিত শত্রুর ড্রোনগুলোতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে মহড়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এছাড়া আজ সেনাবাহিনীর কামান ইউনিট থেকে মুহুর্মুহু গোলা ছোড়া হয়েছে।

ইরানের তৈরি বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি হচ্ছে 'মাজিদ'। এটি একটি ইলেক্ট্রো-অপটিক্যাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটি আট কিলোমিটার দূরে অবস্থানকারী লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করতে পারে। এতে রয়েছে দীর্ঘ-পাল্লার থার্মাল অপটিক্যাল ব্যবস্থা। এর সঙ্গে আর্টিলারি ফায়ার কন্ট্রোল ব্যবস্থার সমন্বয় সাধন করা হয়েছে।

এছাড়া, আজ ইরানের সেনাবাহিনীর পর্যবেক্ষণ ড্রোনগুলো মহড়াস্থলে সক্রিয় ছিল এবং এগুলো মহড়া অঞ্চল পর্যবেক্ষণ করে কন্ট্রোল রুমে গোয়েন্দা তথ্য ও ছবি পাঠিয়েছে। এছাড়া অ্যাটাক ড্রোনের সাহায্যে স্থলভাগে কল্পিত শত্রুর লক্ষ্যবস্তুতেও আজ হামলা চালানো হয়েছে।#

342/