‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৮ জানুয়ারী ২০২৩

৫:২৪:৪৭ PM
1341725

ইরানের সর্বোচ্চ নেতার তিন ঘণ্টাব্যাপী 'অভ্যন্তরীণ সক্ষমতা প্রদর্শনী' পরিদর্শন

ইরানের সর্বোচ্চ নেতা আজ (শনিবার) তিন ঘণ্টা ধরে অভ্যন্তরীণ সক্ষমতার প্রদর্শনী পরিদর্শন করেছেন। হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সকাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অর্জিত দেশিয় সক্ষমতা ও সাফল্যের প্রদর্শনী ঘুরে ফিরে দেখেন। ইমাম খোমেনি (রহ) হোসাইনিয়াতে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়।

সর্বোচ্চ নেতার কার্যালয়ের তথ্য সূত্রে জানা গেছে, বছরের স্লোগান উপলক্ষ্যে ওই মেলার আয়োজন করা হয়েছে। শ্লোগান ছিল: উৎপাদন; জ্ঞানভিত্তিক, কর্মসংস্থান সৃষ্টি।গুরুত্বপূর্ণ ওই অভ্যন্তরীণ সক্ষমতার প্রদর্শনীতে খনি ও অনুসন্ধান, ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ, মহাকাশ ও স্যাটেলাইট, অটোমোবাইল, কৃষি ও খাদ্য, রেল ও সড়ক, সমুদ্র ও বিমান পরিবহন, আবাসন খাত, তেল ও পেট্রোকেমিক্যাল, গৃহস্থালী সরঞ্জামাদি, টেক্সটাইল, মৎস্য পালন শিল্প, অ্যাকুয়াকালচার, ওয়াটারশেড ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও বিদ্যুৎ কেন্দ্র শিল্প এবং বাঁধ নির্মাণ এবং পানি ব্যবস্থাপনা প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিচিত্র উদ্ভাবনী প্রদর্শন করা হয়।

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী ফার্সি চলতি ১৪০১ সালকে "উৎপাদন, জ্ঞান-ভিত্তিক এবং কর্মসংস্থান সৃষ্টির" বছর হিসেবে নামকরণ করেন। সেইসঙ্গে তিনি জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলোর বিকাশকে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির সর্বোত্তম উপায় বলে মনে করেন।

ইসলামী বিপ্লব বিজয়ের আগে ইরান এমন সব শিল্পের উত্তরাধিকারী ছিল যেগুলোর বেশিরভাগই নির্ভরশীল ছিল বিদেশিদের ওপর। এ কারণে বিপ্লব বিজয়ের পর অর্থনৈতিক অবরোধ এবং কাঁচামালের অভাবের কারণে ইরানের শিল্পখাতগুলো ভয়াবহ মন্দার কবলে পড়ে। বিপ্লবের পর ইরান ধীরে ধীরে শিল্পের জন্য হুমকি হিসাবে বিবেচিত বিদেশী পণ্য ও কাঁচামাল আমদানিসহ বিদেশী প্রযুক্তিগত জ্ঞানের ওপর নির্ভরতা কমাতে সক্ষম হয়#

342/