‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১০ মে ২০২৩

৯:২৬:০৯ AM
1364409

ইমরান খান গ্রেফতার! ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম বলছে, ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেপ্তার করেছে রেঞ্জার্স। সেখানে রেঞ্জার্স তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ তবে তাদের দাবি- পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই তাৎক্ষণিকভাবে দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদের ডাক দিয়েছে। দলের বিভিন্ন নেতা দাবি করেছেন, ইমরানকে গ্রেফতার করে প্রহার করা হয়েছে। এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি বলেন, বেশ কয়েকবার নোটিশ দেয়া সত্ত্বেও ইমরান খান আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন। জাতীয় কোষাগারের ক্ষতি করার কারণে তাকে গ্রেফতার করেছে জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো। 

এ পরিস্থিতিতে ইসলামাবাদ পুলিশ প্রধান, স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক।
বিচারক বলেছেন, তিনি সংযম দেখিয়েছেন এবং একই সঙ্গে সতর্ক করেছেন। তিনি আরো বলেছেন, যদি ইসলামাবাদের পুলিশ প্রধান আদালতে উপস্থিত না হন, তাহলে তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে তলব করবেন। ক্ষোভ নিয়ে এই বিচারক ওইসব ব্যক্তির উদ্দেশে বলেছেন, “আদালতে আসুন এবং আমাদেরকে বলুন- কেন ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে এবং কোন মামলায়।” 
ইমরান খানকে গ্রেফতারের সময় ইসলামাবাদ হাইকোর্টে উপস্থিত ছিলেন ব্যারিস্টার গহর খান। তিনি অভিযোগ করেন- ইমরান খানকে নির্যাতন করা হয়েছে। পুলিশ ইমরানের মাথায় ও পায়ে আঘাত করেছে। 
নিজের বিরুদ্ধে বেশ কিছু মামলায় জামিন আবেদন করতে আজ আদালতে গিয়েছিলেন ইমরান খান। বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেন, আদালতের গেট দিয়ে ইমরান খান প্রবেশ করার পরপরই আধা সামরিক বাহিনীর কন্টিনজেন্ট এবং সশস্ত্র ব্যক্তিরা তার পিছু নেয়। সাজোয়া যান দিয়ে এ সময় গেট বন্ধ করে দেয়া হয়। দ্রুত ইমরানকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ইসলামাবাদের আইজিপি ড. আকবর নাসির খান। তিনি বলেন, আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।#

342/