‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৫ মে ২০২৩

১:০৮:০৫ PM
1365883

হেলমান্দ নদীর পানির অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইরান

আফগানিস্তানে উৎপত্তি হওয়া হেলমান্দ নদীর পানির অধিকার নিশ্চিত করতে ইসলামি প্রজাতন্ত্র ইরান কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ইরানের বিদ্যুৎমন্ত্রী আলী আকবর মেহেরাবিয়ান গতকাল (রোববার) জানান, সোমবার এ সংক্রান্ত সিদ্ধান্তগুলো চূড়ান্ত হবে। বৈঠকে ইরান সরকারের পানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ শাখার দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মেহেরাবিয়ান বলেন, দেশের পূর্বাঞ্চলের পানি সংক্রান্ত সমস্যা কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি দেশের পূর্বাঞ্চলের মানুষের জীবনধারণের জন্য এই নদীর পানির অধিকার আদায়ের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেয়ার জন্য পররাষ্ট্র ও বিদ্যুৎ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়ার পর আলী আকবর মেহেরাবিয়ান এসব কথা বললেন। তিনি বলেন, সরকারের শাখাগুলো হেলমান্দ নদীর পানির অধিকার রক্ষা করার জন্য সব ধরনের পদক্ষেপ নেবে।

হেলমান্দ নদীর পানি ভাগাভাগি করার বিষয়ে ১৯৭৩ সালে ইরান ও আফগানিস্তানের মধ্যে একটি চুক্তি হয়েছিল। ওই চুক্তির আলোকে ইরান তার পানির হিস্যা নিশ্চিত করার জন্য ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে গত বেশ কিছুদিন ধরে আলোচনা করে আসছে। মার্কিন দখলদারিত্বের সময় এই চুক্তি লঙ্ঘন করে আফগান সরকার এই নদীর পানি থেকে ইরানকে বঞ্চিত করেছে।

হেলমান্দ নদীর পানির প্রবাহ যদি ইরানে যেতে না দেয়া হয় তাহলে ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে যেসব আফগান শরণার্থী বসবাস করে আগামী কয়েক মাসের মধ্যে তারা মারাত্মকভাবে পানির সংকটে পড়বে। চুক্তি অনুসারে আফগানিস্তান ইরানকে পানি না দেয়ায় ওই অঞ্চলের জীববৈচিত্র এবং প্রাকৃতিক পরিবেশের ওপর মারাত্মক রকম নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। 

ইরান দীর্ঘদিন ধরে চেষ্টা চালালেও আফগান কর্তৃপক্ষ বিষয়টিকে সেভাবে গুরুত্বের সঙ্গে নেয়নি। এক পর্যায়ে উপায়হীন হয়ে ইরান আফগানিস্তানকে এই সতর্কবার্তা দিয়েছে যে, যদি পানির ন্যায্য হিস্যা না দেয়া হয় তাহলে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে বসবাসরত আফগান শরণার্থীদেরকে বহিষ্কার করা হবে।#

342/