‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৫ মে ২০২৩

১:১১:২৬ PM
1365888

আমেরিকা মানবতাবিরোধী বহু অপরাধ করেছে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদী বলেছেন, মার্কিন সরকার মানবতার বিরুদ্ধে বহু অপরাধ করেছে। তারা বিভিন্ন দেশে সরাসরি বেসামরিক জনগণ হত্যায় জড়িত।

আজ (রোববার) গরিবাবাদী বলেন, আমেরিকার অপরাধযজ্ঞ সম্পর্কে ইরানি জনগণকে সচেতন করা এবং এ বিষয়ে আন্তর্জাতিক পদক্ষেপ করে গ্রহণ করা প্রয়োজন। কাজেম গরিবাবাদী আরো বলেন, "দেশের ভেতরের লোকজনের জানানো উচিত যে, আমেরিকা আমাদের বিরুদ্ধে কী ধরনের অপরাধযজ্ঞ চালিয়েছে। এটি জানতে হবে এই কারণে যে, আমেরিকা সরাসরি এর আগে ইরানের বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এর মধ্যে একটি হচ্ছে ১৭ হাজার ইরানি নাগরিককে  হত্যা এবং দ্বিতীয়টি হচ্ছে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের মহানায়ক লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা।"

কাজেম গরিবাবাদী আরো বলেন, মার্কিন সরকার ইরানের ওপর পর বহু বছর থেকে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যার কারণে ইরানের সব ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইরান একটি ভিকটিম দেশে পরিণত হয়েছে।#

342/