‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৮ মে ২০২৩

১০:৩৮:১৫ AM
1369330

‘বিনা উস্কানিতে’ তালেবান হামলায় ২ ইরানি সীমান্তরক্ষী নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি সীমান্ত চৌকিতে আফগানিস্তানের তালেবান সেনাদের অতর্কিত আক্রমণের ফলে সৃষ্ট সংঘর্ষে দুই ইরানি সীমান্তরক্ষী নিহত এবং দু’জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

ইরানের জাতীয় পুলিশ বাহিনীর উপ প্রধান কাসেম রেজায়ি বলেছেন, তালেবান সেনারা ‘বিনা উস্কানিতে’ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের একটি সীমান্ত চৌকিতে গুলিবর্ষণ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। তিনি বলেন, শনিবার সকাল ১০টার দিকে জাবুল সীমান্তের সাসোলি চেকপোস্টে তালেবান সেনারা অতর্কিত আক্রমণ করে। রেজায়ি বলেন, এ সময় ইরানি সীমান্তরক্ষীরা ‘কঠোরভাবে’ ওই হামলার জবাব দেয়।তবে এ ঘটনায় তালেবানের পক্ষে সম্ভাব্য হতাহতের বিবরণ জানা যায়নি। ইরানের উপ পুলিশ প্রধান জানান, এরপর তালেবান সেনাদেরকে আন্তর্জাতিক আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে ইরানের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কবার্তা পাঠানো হয়। রেজায়ি বলেন, ইরানের পুলিশ প্রধান আহমাদ রেজা রাদান দেশের সীমান্তের নিরাপত্তা রক্ষা করার জন্য প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে সীমান্তরক্ষীদেরকে ‘প্রয়োজনীয় নির্দেশ’ দিয়েছেন।

ওদিকে ইরানের সিস্তান-বালুচিস্তান বর্ডার গার্ড কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সীমান্তরক্ষীরা হামলাকারী তালেবান সেনাদের কঠোর জবাব দিয়েছে এবং সীমান্তে পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠা করা হয়েছে।

এদিকে ইরানের বার্তা সংস্থা তাসনিম ওই সংঘর্ষে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। বার্তা সংস্থাটি বলেছে, তালেবান হামলার জবাব দিতে আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও কামান ব্যবহার করা হয়েছে। তাসনিম আরো বলেছে, আফগানিস্তানের জারাঞ্জ বিমানবন্দর লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে যে খবর প্রচার করা হয়েছে তাও ‘অবাস্তব ও অসত্য’।

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ রেখেছে ইরান

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সড়ক পরিবহন ও রক্ষণাবেক্ষণ বিভাগের মহাপরিচালক আইয়্যুব কোর্দ জানিয়েছেন, শনিবারের তালেবান হামলার পর ‘মিলাক’ সীমান্ত ক্রসিং দিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থিতি অবস্থা চলবে।এছাড়া, সিস্তান-বালুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলীরেজা মারহেমাতি বার্তা সংস্থা তাসনিমকে বলেছেন, ইরান-আফগানিস্তান সীমান্ত পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ইরান ও আফগানিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত যৌথ নদী হিরমান্দের পানির ন্যায্য হিস্যা নিয়ে বিগত কয়েক মাস ধরে কাবুলের সঙ্গে তেহরানের টানাপড়েন চলছে। ইরান বলছে, ১৯৭৩ সালে  দু’দেশের মধ্যে স্বাক্ষরিত এক পানি বণ্টন চুক্তি অনুযায়ী পানি দিচ্ছে না তালেবান সরকার। অন্যদিকে তালেবান সরকার দাবি করছে, নদীটির স্বাভাবিক পানি প্রবাহ আগের তুলনায় অনেক কমে যাওয়ায় আগের চুক্তি অনুযায়ী পানি দেয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে যখন কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে তখন জাবুল সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটল।#

342/