‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২৯ মে ২০২৩

২:৩৬:৫৭ AM
1369491

জার্মানির একটি মসজিদে হুমকিমূলক অজ্ঞাত চিঠি

এ ধরনের সহিংস হুমকি অব্যাহত থাকার কারণে গ্যোটিঙেনের মুসলমানরা উদ্বেগের মাঝে দিনাতিপাত করছে; গত কয়েক মাসে এই মসজিদে এটি দ্বিতীয় হুমকিমূলক চিঠি।

আহল আল-বাইত (আঃ) বার্তা সংস্থা আবনা জানিয়েছে: গ্যোটিঙেন শহরের মসজিদ কমিটির সভাপতি ‘মেহমেত ইব্রাহিমবাস’ বলেন, বর্ণবাদী এবং ইসলামভীতি বিভিন্ন শ্লোগান সম্বলিত একটি হুমকিমূলক চিঠি পাঠানো হয়েছে এবং চিঠিটি নিও নাৎসি NSU 2.0 ছদ্মনামে স্বাক্ষর করা ছিল।

তিনি বলেন, এ ধরনের সহিংস হুমকি অব্যাহত থাকার কারণে গ্যোটিঙেনের মুসলমানরা উদ্বেগের মাঝে দিনাতিপাত করছে; গত কয়েক মাসে এই মসজিদে এটি দ্বিতীয় হুমকিমূলক চিঠি।

গত বছরের সেপ্টেম্বরে, অজ্ঞাত কেউ একই মসজিদের দেয়ালে একটি ভাঙ্গা ক্রুশ চিহ্ন এঁকেছিল; মসজিদটি তুরস্কের সাথে সম্পৃক্ত ইসলামিক গ্রুপ "ডিআইটিআইবি" দ্বারা পরিচালিত হয়। NSU 2.0 হল একটি নব্য-নাৎসি সন্ত্রাসী গোষ্ঠী যা অভিবাসীদের লক্ষ্য করে বোমা হামলা চালায়।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে জার্মানিতে বর্ণবাদ এবং ইসলামভীতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর পেছনে উগ্রতাবাদী ডানপন্থী বিভিন্ন গ্রুপের প্ররোচণা দায়ী।

সর্বশেষ তথ্য অনুসারে, ২০২২ সালে পুলিশ সারা দেশে ইসলামভীতির কমপক্ষে ৬১০টি কেইস রেকর্ড করেছে। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় ৬২টি মসজিদ হামলার শিকার ও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সহিংসতার কারণে কমপক্ষে ৩৯ জন আহত হয়েছে। এই পরিসংখ্যানগুলির মধ্যে মুসলিমদের বিরুদ্ধে কয়েক ডজন সাম্প্রদায়িক অপরাধ, ভীতি প্রদর্শন, ভাঙচুর এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনাও রয়েছে।

জার্মানি, ৮৪ মিলিয়নেরও বেশি লোকের একটি দেশ যা ফ্রান্সের পরে পশ্চিম ইউরোপে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। সরকারী পরিসংখ্যান অনুসারে, দেশতটিতে প্রায় ৫ মিলিয়ন মুসলমান বাস করে।#176S