‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

১০ জুন ২০২৩

৭:০৪:৩২ PM
1372186

হাউযা ইলমিয়া নাজাফের ৫০ জন শিক্ষকের সাথে আয়াতুল্লাহ আরাফির বৈঠক

ইরাকে অবস্থিত ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতিনিধি কার্যালয়ে আয়োজিত বৈঠকে আয়াতুল্লাহ আরাফি এবং হাউযা ইলমিয়া নাজাফের ৫০ জনেরও বেশি প্রথম সারির শিক্ষকের উপস্থিত ছিলেন।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা): ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার কার্যালয়ে, আয়াতুল্লাহ আরাফির উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে নাজাফ আশরাফের ৫০ জনেরও বেশি প্রথম সারির শিক্ষক উপস্থিতি ছিলেন। বৈঠকটি আয়াতুল্লাহ বশির নাজাফীর প্রতিনিধি হিসেবে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেখ আলী বাশীর নাজাফীসহ হুজ্জাতুল ইসলামগণ সৈয়দ হাসান নুরী, শেখ হাসান জাওয়াহেরী, সৈয়দ আলী আকবর হায়েরি, সৈয়দ হামিদ মোকাদ্দাস গারিফি, সৈয়দ আলি খোরাসান, সাইয়্যেদ মোহাম্মদ আলী বাহরুল উলূম, সাইয়্যেদ ফাজেল জাবেরি, শেখ নুরী হাতেম সাঈদী, সাইয়্যেদ আলী খোমেনি, শেখ মেহেদি রোস্তাম, শেখ জামিল রাবিয়ী, শেখ ইব্রাহিম বাগদাদী, শেখ আলী কুরেশি, সাইয়্যেদ আলা জাযায়েরি, শেখ হায়দার খাকানি এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও ইরানি কালচারাল কাউন্সেলরের উপস্থিতিতে ইরাকের নাজাফ শহরে অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ সাইয়েদ মুজতাবা হোসাইনী সভায় উপস্থিত শিক্ষকদের স্বাগত জানান এবং নাজাফ বৈঠকে আয়াতুল্লাহ আরাফির উপস্থিতির প্রশংসা করেন।

অতঃপর আয়াতুল্লাহ আরাফী ইরানের কোম শহরের ইলমি কার্যক্রম ও গবেষণার উপর একটি প্রতিবেদন পেশ করেন এবং শেষে হাউযা ইলমিয়া নাজাফের কয়েকজন শিক্ষক হাউযা ইলমিয়া সম্পর্কে তাদের মূল্যবান মতামত দেন।#176K