‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১৩ জুন ২০২৩

৭:৩৫:৪৩ PM
1372807

সমস্ত হজযাত্রী সরাসরি বা তাদের কাফেলার আলেমদের মাধ্যমে তাদের মার্জায়ে তাকলীদের প্রতিনিধিদের নিকট হজ্জের আহকাম সংশ্লিষ্ট বিষয়ে যেকোন প্রশ্ন করতে পারবেন।

আহলে বাইত (সাঃ) বার্তা সংস্থা আবনা জানিয়েছে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট মার্জায়ে তাকলিগণের প্রতিনিধিবৃন্দ গত রবিবার (১১ই জুন) সকালে মদিনা মুনাওয়ারায় পৌছেছেন। প্রতিনিধি ঐ দলের রয়েছেন আয়াতুল্লাহ জাওয়াদ অমুলী (হাঃ), আয়াতুল্লাহ হায়েরী (হাঃ), আয়াতুল্লাহ সিস্তানি (হাঃ), আয়াতুল্লাহ মাকারেম শিরাজী (হাঃ), আয়াতুল্লাহ নুরী হামেদানী (হাঃ) এবং আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানী'র প্রতিনিধিবৃন্দ।

বিশিষ্ট মারজায়ে তাক্বলীদ ও শীর্ষস্থানীয় আলেমদের প্রতিনিধিদের এ দলটি আগমনের সাথে সাথে মদিনা ও মক্কায় হজ্জের সময় হজ্জ সংক্রান্ত যেকোনো প্রশ্ন এবং অন্যান্য শারয়ী বিষয়ের প্রশ্নোত্তরের জন্য নির্ধারিত বিশেষ দপ্তরগুলো সক্রিয় করা হয়েছে; হজ্জযাত্রীরা তাদের শারয়ী যেকোনো প্রশ্নের উত্তর পেতে এখানে যোগাযোগ করতে পারবেন।

এই প্রতিনিধি দলকে স্বাগত জানানোর অবকাশে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম রোকনুদ্দীন হজ্জ বিষয়ক ওয়েব সাইটের প্রতিবেদককে বলেন, বহু শতাব্দী ধরে হজ্জের সময় সারা বিশ্ব থেকে লাখো শিয়া হজ্জযাত্রী ওহীর ভূমিতে আগমন করেন এবং তাদের শারয়ী প্রশ্নের উত্তর প্রদানের জন্য বিশিষ্ট ও বিশেষজ্ঞ আলেমদের সম্মানিত প্রতিনিধিরাও এই ভূখণ্ডে আসেন এবং অবস্থান করেন। প্রতিটি হজ্জযাত্রীর জন্য হজ্জের আহকাম সম্পর্কে নির্দিষ্ট জ্ঞান থাকা অত্যন্ত জরুরী এবং হজ্জযাত্রীরা এই মহান ইবাদাত সঠিকভাবে পালনের ক্ষেত্রে কোনো সমস্যার  সম্মুখীন হলে বিশিষ্ট আলেমদের প্রতিনিধিরা তার সমাধান দিয়ে থাকেন।

ঐ প্রতিবেদনের ভিত্তিতে, সমস্ত হজযাত্রী সরাসরি বা তাদের কাফেলার আলেমদের মাধ্যমে তাদের মার্জায়ে তাকলীদের প্রতিনিধিদের নিকট হজ্জের আহকাম সংশ্লিষ্ট বিষয়ে যেকোন প্রশ্ন করতে পারবেন।#176