পদ্মা সেতুর সমালোচনাকারীদের প্রসঙ্গে টেনে ওবায়দুল কাদের বলেন, গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত হয়েছে, বিস্তৃত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত। তিনি বলেন, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির জনসমর্থন ১০ শতাংশে নেমে এসেছে কিনা তা ভেবে দেখা উচিত।
এদিকে, আজ ঢাকায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমেরিকার বিরুদ্ধে আবোল-তাবোল বলছেন সরকার প্রধান, সেন্টমার্টিন দিয়ে দিলে নাকি তারা ক্ষমতায় রাখবে। দেশটা দিয়ে দিলেও যদি তিনি ক্ষমতায় থাকতেন, সেই কাজটা করতেও দ্বিধাবোধ করতেন না।
বর্ডারে ভারতের সীমান্ত রক্ষীবাহিনী পাখির মতো বাংলাদেশের মানুষকে মারছে দাবি করে তিনি বলেন, সরকার কিন্তু একটা প্রতিবাদও করার সাহস পায় না। অথচ আমেরিকাকে চ্যালেঞ্জ করে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন থেকে বছরে বিলিয়ন ডলার রপ্তানি করে কিন্তু আমদানি করে না। ভারত থেকে আমাদের টাকা আসে না কিন্তু যায়, সেকথাও তুলে ধরেন গয়েশ্বর। #
342/