‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৩ সেপ্টেম্বর ২০২৩

৫:২৮:১৬ PM
1390846

নাইজেরিয়া প্রায় সব কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে

বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূত ও কূটনীতিদের দেশে ফেরত নিয়েছে নাইজেরিয়া। দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু জানিয়েছেন, শুধুমাত্র জাতিসংঘ মিশনে দেশের দুইজন কূটনৈতিক থাকবেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, কূটনৈতিক মিশনগুলোতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্য নিয়ে এসব রাষ্ট্রদূত এবং কূটনীতিককে দেশে ডেকে পাঠানো হয়েছে।

প্রেসিডেন্ট তিনুবুর উপদেষ্টা আজুরি এঞ্জেলালে গতকাল (শনিবার) জানান, প্রেসিডেন্ট বোলা তিনুবু বিশ্বের সেসব দেশে নাইজেরিয়ার রাষ্ট্রদূত বা সমমর্যাদার কূটনীতিক রয়েছেন তাদের সবাইকে দেশে ডেকে পাঠিয়েছেন এবং তার এই নির্দেশ দ্রুত কার্যকর হবে।

বিশ্বের বিভিন্ন দেশে নাইজেরিয়ার যে দূতাবাস ও কনস্যুলেট অফিস রয়েছে তাদের কার্যক্রম গভীরভাবে বিশ্লেষণ করে দেখার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট তিনুবুর প্রশাসন চাইছে- সারা বিশ্বে নাইজেরিয়ার কূটনীতিকরা আন্তর্জাতিকমানের কূটনৈতিক তৎপরতা চালাবেন।#