‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৮ সেপ্টেম্বর ২০২৩

২:৫৪:২০ PM
1394353

দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হোন, কূটনৈতিক উপায়ে সমাধান নেই

ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে পশ্চিমা দেশগুলোকে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তিনি অবশ্য দাবী করেছেন, দ্রুত শান্তি চান তিনি।

এ সত্ত্বেও স্টলটেনবার্গ বার বার বলেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে সামরিক উপায়ে যে বিজয় অর্জন করতে চান তিনি তা সমর্থন করেন।জার্মানির একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ন্যাটো প্রধান বলেন, "যখন তারা যুদ্ধ করে তখন বেশিরভাগ যুদ্ধ ধারণার চেয়ে দীর্ঘায়িত হয়। অতএব, আমাদেরকে ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে।"

গত দুই মাস ধরে পশ্চিমা কর্মকর্তারা এবং সামরিক পরিকল্পনাকারীরা উদ্বেগ প্রকাশ করে আসছেন যে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে চলমান কথিত পাল্টা সামরিক অভিযান সম্ভবত সফল হবে না। যখন শীতকাল আসন্ন তখন পশ্চিমা জগৎ থেকে এই উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন গত জুন মাসে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন পাল্টা সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তাদের ৭১ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। এই পরিস্থিতিতেও স্টলটেনবার্গ পীড়াপিড়ি করছেন যে, ন্যাটো জোটের উচিত হবে সামরিক উপায়ে সমস্যার সমাধান করা, কূটনৈতিক উপায়ে নয়। ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, “আমরা সবাই দ্রুত শান্তি চাই কিন্তু একই সময়ে এ কথাও স্বীকার করি যে, যদি প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের সেনারা যুদ্ধ বন্ধ করেন তাহলে এই দেশটির অস্তিত্ব থাকবে না।"

সাক্ষাৎকারে ন্যাটো প্রধান বলেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট এবং দেশের সেনারা তাদের অস্ত্রসমর্পণ করেন তাহলে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, রাশিয়া অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকবে।#

342/