‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

২৩ অক্টোবর ২০২৩

৪:০৪:২২ PM
1404330

শেইখ জাকজাকি: বিশ্ব শীঘ্রই গাজার প্রতিরোধী জনগণের বিজয়ের সাক্ষী হবে

নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা বলেন, মানুষজন জিজ্ঞাসা করছে এসব ঘটনার ফলাফল কি হবে? অবশ্যই বলব, এই প্রতিরোধের সুস্পষ্ট এবং আশাব্যঞ্জক ফলাফল খুব অল্প সময়ের মধ্যে নির্ধারিত হবে। বিশ্ববাসী শীঘ্রই গাজার প্রতিরোধী জনগণের বিজয় প্রত্যক্ষ করবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গাজায় বর্বরোচিত ইজরায়েলি হামলার প্রতিবাদে হাউযা ইলমিয়া খোরাসানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেইখ ইব্রাহিম জাকজাকি।

এই সমাবেশে ইজরাইলের দুর্বলতার দিকে ইঙ্গিত করে শেইখ জাকজাকি বলেন, ফিলিস্তিনে এই পরিমাণ হত্যাযজ্ঞ ও অত্যাচার চালানো মূলতঃ ইজরায়েলের দুর্বলতা ও অসহায়ত্বকে তুলে ধরে এবং ফিলিস্তিনের জনগণ খুব দ্রুতই এই প্রতিরোধ ও সংগ্রামের ফলাফল দেখবে।

তিনি বলেন, অনেকে জিজ্ঞেস করছে এসব ঘটনার ফলাফল কি হবে? অবশ্যই বলব, এই প্রতিরোধের সুস্পষ্ট এবং আশাব্যঞ্জক ফলাফল খুব অল্প সময়ের মধ্যে নির্ধারিত হবে। বিশ্ববাসী শীঘ্রই গাজার প্রতিরোধী জনগণের বিজয় প্রত্যক্ষ করবে।

নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা উল্লেখ করেন, আমাদের দেশের সাফল্য এবং প্রতিটি প্রতিরোধ অক্ষে সাফল্যের রহস্য হল ইমাম খোমেনী (রহ.) এর চিন্তাধারার প্রসার। আমাদের পথ হল ইমাম খোমেনী (রহ.)-এর পথ। আমাদের লক্ষ্য প্রতিটি সংস্কৃতি ও ভাষাতে একই; অত্যাচার ও অত্যাচারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

বৈঠকের শুরুতে হাউযা ইলমিয়া খোরাসানের সুপ্রিম কাউন্সিলের সচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ফারজ’নে বলেন, শেইখ ইব্রাহিম জাকজাকি হলেন ইমাম খোমেনীর আদর্শে গড়ে ওঠা এক অক্লান্ত মুজাহিদ এবং আজ হাউযা ইলমিয়া খোরাসানের আলেম, শিক্ষক ও শিক্ষার্থীদের সমাবেশে তাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।

তিনি আরও বলেন: পশ্চিমা সংস্কৃতি প্রতিরোধ তত্ত্বের বিপরীতে অপমানিত হয়েছে। ইসলামী বিপ্লব আঞ্চলিক সকল জাতির মধ্যে প্রতিরোধের ধারণা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।

হাউযা ইলমিয়া খোরাসানের সুপ্রিম কাউন্সিলের সচিব বলেন, প্রতিরোধ সর্বদাই কার্যকর প্রমাণিত হয়েছে, আর শত্রুরা কখনোই প্রতিরোধ অক্ষকে পরাজিত করতে পারবে না।#