‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২৪ নভেম্বর ২০২৩

৫:৫০:০১ PM
1414504

ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট, ইসরায়েলের দূতাবাস বন্ধ করার পক্ষে ভোট দিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট, গাজায় ইহুদিবাদী সরকার কর্তৃক সংঘটিত অপরাধযজ্ঞের প্রতিবাদে গৃহীত পদক্ষেপের ধারাবাহিকতায়, প্রিটোরিয়াতে অবস্থিত ইসরায়েলের দূতাবাস বন্ধে, সংখ্যাগরিষ্ঠ ভোটে একটি বিল পাশ করেছে।

এছাড়াও পার্লামেন্ট সদস্যগণ, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত ইসরায়েলের রাষ্ট্রদূতের কার্যক্রম বন্ধে ভোট দেন।

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া এবং জাতিসংঘের সাথে শান্তি আলোচনায় বসতে রাজি না হওয়া পর্যন্ত এই পদক্ষেপগুলি কার্যকর থাকবে।

এই বিলটি পক্ষে ২৪৮ ভোট এবং বিপক্ষে ৯১ ভোটের মাধ্যমে অনুমোদিত হয়। ইসরায়েল দূতাবাস বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্তটি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সরকারের পক্ষ থেকে গৃহীত হবে।

এর আগে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, গাজায় ইহুদিবাদী সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপকে প্রজন্ম হত্যা এবং যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছেন।

তিনি গুরুত্বারোপ করে বলেন, তার দেশ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে আহবান জানায়। এছাড়া তিনি যুদ্ধবিরতি প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ফিলিস্তিনে জাতিসংঘ সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তার প্রতি ইঙ্গিত করেন।

রামাফোসা অপর এক বক্তব্যে বলেন, তার দেশ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে।

এর আগে, দক্ষিণ আফ্রিকার সরকার গাজার নিরীহ জনগণের উপর ইহুদিবাদী সরকারের অব্যাহত হামলার ধারাবাহিকতায় গাজার বাসিন্দাদের উপর ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযানে, তেল আবিব থেকে তার কূটনীতিকদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

এদিকে, ২০১৮ সাল থেকে তেল আবিবে দক্ষিণ আফ্রিকার কোন রাষ্ট্রদূত ছিল না।

দক্ষিণ আফ্রিকার জনগণ, ইহুদিবাদী সরকারের সাথে সেখানকার কয়েক দশক পূর্বের বর্ণবাদী সরকারের সদৃশতা থাকায়, ফিলিস্তিনিদের প্রতি আন্তরিক একাত্মতা পোষণ করে।#176A