‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১১ জানুয়ারী ২০২৪

২:৫৯:৫৩ PM
1428493

ইসরাইল গণহত্যা বিষয়ক কনভেনশন লঙ্ঘন করেছে: দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী রোনাল্ড লামোলা বলেছেন, হামাস-বিরোধী অভিযান চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইল গাজায় গণহত্যা বিষয়ক কনভেনশন লঙ্ঘন করেছে। হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্যে দায়ের করা মামলার শুনানির প্রথম দিনে তিনি একথা বলেছেন।

তিনি বলেন, ঘনবসতিপূর্ণ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল ৩ মাসের বেশি সময় ধরে বর্বর যুদ্ধ চালাচ্ছে এবং হামাসের ৭ অক্টোবরের অভিযানের জবাব দিতে গিয়ে ইসরাইল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না।

দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী আরো বলেছেন, গাজার যে সহিংসতা আমরা দেখতে পাচ্ছি তা ৭ অক্টোবর থেকে শুরু হয়নি, তা মূলত শুরু হয়েছে ৭৫ বছর আগে। লামোলা বলেন, ১৯৪৮ সাল থেকে ফিলিস্তিনের জনগণ ইসরাইলের হত্যাকাণ্ড ও নিপীড়নের মধ্যে বসবাস করে আসছে। আন্তর্জাতিক আইনের গ্যাঁড়াকলে ফেলে এখনো গাজাকে অধিকৃত এলাকা হিসেবে বিবেচনা করা হয়।

তিনি সুস্পষ্ট করে বলেন, ৭ অক্টোবর হামাসের অভিযানের জবাবে ইসরাইল যেভাবে আগ্রাসন চালিয়েছে তাতে আন্তর্জাতিক সমস্ত কনভেনশন লংঘন হয়েছে।

গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়ার পরই দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।#

342/