আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আল-মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের
প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. আব্বাসী ঐ বার্তায় হজরত ঈসা (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী এবং ২০২৪
খ্রিষ্টাব্দের আগমনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাইবেলের অংশবিশেষ এবং তদ্রূপ
আমিরুল মুমিনীন আলী (আ.) বাণী নাহজুল বালাগার উদ্ধৃতি দিয়ে
নির্যাতিত ও নিপীড়িতদের রক্ষাকে আলেম,
ধর্মীয় নেতা ও শিক্ষাবিদদের অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য
এবং মানবিক দায়িত্ব হিসেবে অভিহিত করেন।
তিনি সকল বুদ্ধিজীবী, চিন্তাবিদ এবং রাজনীতিবিদদের গাজার নিপীড়িত জনগণের উপর জায়নবাদী সরকারের নিপীড়ন ও
গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহবান জানান।
২০ জানুয়ারী ২০২৪ - ১৯:৩৬
News ID: 1430963

পৃথিবী জুড়ে খ্রিষ্টান নেতা, চার্চ কেন্দ্রিক বা নন-চার্চ বিশ্ববিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে পৃথক বার্তায় আল-মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রধান, হজরত ঈসা (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী এবং খ্রিষ্ট নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।