‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

২৮ জানুয়ারী ২০২৪

৮:০৫:৪০ PM
1433295

শেইখ ইব্রাহিম জাকজাকির সাথে আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসিমের সাক্ষাত

কোম শহরে বাহরাইনের ইসলামী আন্দোলনের নেতা আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসিমের সাথে সাক্ষাত করেছেন নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকি। এ সময় তারা মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মতবিনিয়ম করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কোম শহরে বাহরাইনের ইসলামী আন্দোলনের নেতা আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসিমের সাথে সাক্ষাত করেছেন নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকি। এ সময় তারা মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মতবিনিয়ম করেন।

সাক্ষাতে শেইখ জাকাজাকি, শেইখ ঈসা কাসিমের দ্বীনি প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। আয়াতুল্লাহ ঈসা কাসিমও, শেইখ জাকজাকিকে জিহাদের আদর্শ হিসেবে আখ্যায়িত করেন।

ইসলামী বিশ্বের বিপ্লবী এই দুই নেতার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতে উলামা, ইসলামের পথে শহীদ, ইসলামের ইতিহাসে প্রভাবশালী ব্যক্তিত্বদের নাম বিশেষ করে ইমাম খোমেনী (রহ.)-কে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

আয়াতুল্লাহ আলীরেজা আ’রাফির সাথে প্রধানের সাথে শেইখ জাকজাকির সাক্ষাত

ইরানের উচ্চতর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (হাউযা ইলমিয়া) প্রধান আয়াতুল্লাহ আলীরেজা আরাফী, উলামা এবং ইসলামী শিক্ষাকেন্দ্র সমূহের কর্মকর্তাদের সাথেও নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকি সাক্ষাত ও মতবিনিময় করেন।

সাক্ষাতে, ইমাম খোমেনী (রহ.) এবং ইরানের ইসলামী বিপ্লবকে আদর্শ হিসেবে গ্রহণ, নাইজেরিয়ায় ইসলামী আন্দোলনে সফলতা এবং সমগ্র আফ্রিকায় সাংস্কৃতিক পরিবর্তনের চাবিকাঠি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবের আগে নাইজেরিয়াতে একজনও শিয়া ছিল না। ইমাম খোমেনী (রহ.)-এর পথ-নির্দেশনার বদৌলতে এবং যুগের ইমাম (আ.)-এর সহায়তায় বর্তমানে আফ্রিকায় কয়েক কোটি শিয়া বসবাস করছে।

শেইখ জাকজাকি বলেন, প্রায় ৪০ বছর আগে ইসলামী বিপ্লব বিজয়ের প্রথম বার্ষিকীতে আমার ইরানে সফরের সৌভাগ্য হয়েছিল। তখন ইমাম খোমেনী (রহ.) আমাকে একটি কুরআন উপহার দিয়ে বলেছিলেন যাও! এই কুরআনের মাধ্যমে নাইজেরিয়ার মানুষদেরকে ইসলামের দাওয়াত দাও।

তিনি আরও বলেন, বর্তমানে কুরআন ও আহলে বাইত (আ.) কেন্দ্রীক অনুষ্ঠানগুলোত হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এবং দিনে দিনে আহলে বাইত (আ.)-এর অনুসারী ও ভক্তদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এই সাক্ষাতে ইরানের হাউযা ইলমিয়ার প্রধান, নাইজেরিয়ায় প্রকৃত ইসলামী সংস্কৃতি ও শিক্ষা এবং ইসলামী বিপ্লবের সংস্কৃতি প্রসারে শেইখ জাকজাকির চেষ্টা-প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং তার সুস্থতা ও সফলতা কামনা করে আশাবাদ ব্যক্ত করেন যে, নাইজেরিয়া সরকারের উচিত যাবতীয় সহযোগিতা করা। এছাড়া তিনি ইসলামী প্রতিরোধ, গাজা ও নাইজেরিয়ার সাহসী শহীদদের, বিশেষ করে তার শহীদ সন্তানদের জন্য সুউচ্চ মাকাম কামনা করেন।

শেইখ জাকজাকি গত সোমবার পবিত্র কোম শহরে সফর করেন এবং হজরত ফাতিমা মাসুমা (সা.আ.)-র মাজার জিয়ারত করেন।#176A