‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

৩০ জানুয়ারী ২০২৪

৩:৫৪:১১ PM
1433721

আমেরিকা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি / ইয়েমেনের জায়নবাদ বিরোধী অভিযান থামবে না : সানআ

মার্কিন দূতের ইয়েমেন বিরোধী মন্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সানআ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে, আমরা আন্তর্জাতিক নৌ-চলাচলে স্বাধীনতা প্রদানে বাধ্য, তবে জায়নবাদীদের জাহাজ বা অধিকৃত ফিলিস্তিন বন্দরের দিকে অগ্রসর হওয়া জাহাজগুলোকে লক্ষ্য করে আমাদের হামলা অব্যাহত রাখব।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইয়েমেন বিরোধী মার্কিন ও তাদের মিত্রদের সাম্প্রতিক কর্মকাণ্ড ও সৃষ্ট প্রতিকূল অবস্থার প্রতিক্রিয়ায় ইয়েমেনের জাতীয় সংকটকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের জাহাজ ও অধিকৃত ফিলিস্তিনগামী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সানআ’র পররাষ্ট্র মন্ত্রণালয়, ফিলিস্তিন ইস্যুতে ইয়েমেনের জাতীয় সংকট-কালীন সরকারের অবস্থান সম্পর্কে মার্কিন বিশেষ দূত টিমোথি লিন্ডারকিংয়ের বক্তব্যের তীব্র নিন্দা জানায়। এই মার্কিন প্রতিনিধির দাবি, ইয়েমেন আন্তর্জাতিক সমাজকে শাস্তি দিচ্ছে, যাদের সাথে গাজার ঘটনার কোন সম্পর্ক নেই।

বিবৃতির আলোকে আমেরিকা ও জায়নবাদী সরকারের সমর্থক দেশগুলো ভুল পন্থা বেছে নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং এর পরিণতি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। তদ্রূপ দখলদার ইসরায়েলি সরকারকে ওয়াশিংটন এবং পশ্চিমাদের সীমাহীন রাজনৈতিক, সামরিক ও লজিস্টিক সাপোর্ট সরবরাহ ক্ষেত্রে সহায়তার কারণে সৃষ্ট এই অঞ্চলে পরিস্থিতির জন্য ইয়েমেন আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করেছে।

সানআ’র পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে লোহিত সাগরে উত্তেজনার মূল কারণ অনুসন্ধান করতে এবং ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে জায়নবাদী সরকারের জুলুম, নিপীড়ন ও গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে।#176A