মহানবীর (সা) রেসালাত ও আদর্শ মানবজাতির উন্নতির পথকে সুগম করেছে বলে তিনি মন্তব্য করেছেন।
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব গাজার বর্তমান প্রতিরোধ যুদ্ধকে ইরানের পবিত্র প্রতিরোধ যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেছেন, ফিলিস্তিনি জাতি ইসলামের উন্নত সংস্কৃতি থেকে শিক্ষা নিয়ে এবং ইসরাইল ও মার্কিন সরকারের ধ্বংসাত্মক বাহিনীর মোকাবেলায় ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তুলে একটি জাতির ইচ্ছাশক্তির অপরাজেয় থাকার উজ্জ্বলতম চিত্র তুলে ধরেছে। সারা বিশ্বের সমস্ত বস্তুবাদী গবেষণা সংস্থাগুলো এক হয়েও গাজাবাসীর ইস্পাত-কঠিন প্রতিরোধের ও দৃঢ়তার রহস্য তুলে ধরতে সক্ষম নয় বলে তিনি মন্তব্য করেছেন।
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব বলেছেন, গাজা ভূখণ্ড মাত্র কয়েক বর্গ-কিলোমিটার হওয়া সত্ত্বেও এবং আকাশ, স্থল ও সাগর পথে অবরুদ্ধ হওয়া সত্ত্বেও এমনকি খাবার পানি, খাদ্য ও ওষুধের সর্ব-নিম্নতম যোগান থেকেও বঞ্চিত হওয়া সত্ত্বেও আর এর পাশাপাশি অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনীর পক্ষ থেকে চারদিক থেকে আগ্রাসনের শিকার হয়েও আধুনিক দেশগুলোর নীরবতার মাঝেও পাহাড়ের মত অবিচল হয়ে আছে যা বিশ্বকে গভীর বিস্ময়ে বিস্মিত করেছে। কেবল ইসলামের আদর্শই এমন মানুষ গড়ে তোলে বলে তিনি মন্তব্য করেছেন।
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তুরাবি ফার্দ ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীর জাতীয় গণ-শোভাযাত্রা উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি বা ২২ বাহমান তারিখকে জাতীয় গৌরবের শিখরে পরিণত করার আহ্বান জানিয়ে বলেছেন, কারণ ইরানের শত্রুরা দেশটির স্বাধীনতা, অখণ্ডতা বা ঐক্য ও সম্মানকে টার্গেট করেছে। #