‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৪ ফেব্রুয়ারী ২০২৪

২:০৪:৫৫ PM
1440035

পাকিস্তানের মন্ত্রিসভা ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্প সম্পন্ন করার অনুমোদন দিল

অবশেষে পাকিস্তানের মন্ত্রিসভা ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্প সম্পন্ন করার অনুমোদন দিল। প্রায় এক দশক দেরি করার পর পাকিস্তানের জ্বালানি বিষয়ক মন্ত্রিসভা কমিটি ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের প্রথম ধাপের কাজ সম্পন্ন করার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে পাকিস্তানের জ্বালানি নিরাপত্তা অনেক বেশি জোরালো হবে।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার মন্ত্রিসভা কমিটির অধিবেশনে বিষয়টি তোলা হয় এবং সেখানে চূড়ান্তভাবে কাজ সম্পন্ন করার বিষয়টি অনুমোদন পায়।

বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার এই প্রকল্পের কাজ শেষ করার অনুমোদন দেয়ার জন্য মন্ত্রিপরিষদকে পরামর্শ দেন এবং তার ধারাবাহিকতায় পাকিস্তানের গোয়াদার সীমান্ত পর্যন্ত প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম পর্যায়ের কাজে ৮০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হবে।

পাকিস্তানের ইন্টার-স্টেট গ্যাস সিস্টেম প্রাইভেট লিমিটেড এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে এবং গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রয়োজনীয় তহবিল যোগান দেবে। 

মন্ত্রিসভা কমিটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রকল্পের সাথে জড়িত সমস্ত বিভাগ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেছে যাতে পাকিস্তানের জনগণের বেড়ে চলা গ্যাসের চাহিদা নিশ্চিত করা যায়। এই প্রকল্প সম্পন্ন হলে তা শুধু পাকিস্তানের জ্বালানি নিরাপত্তাকে শক্তিশালী করবে না বরং স্থানীয় শিল্পগুলোর উৎপাদনশীলতার ক্ষেত্রে আস্থা বাড়বে। এতে প্রদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে যা পাকিস্তানের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখবে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান আগেই তার নিজের অংশের কাজ শেষ করেছে এবং প্রকল্পটি দীর্ঘদিন ধরে পড়ে থাকার কারণে এর কাজ শেষ করার জন্য বারবার পাকিস্তানকে তাগিদ দিয়েছে। সম্প্রতি ইরানের পক্ষ থেকে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল যে, ইসলামাবাদ যদি এই প্রকল্পের কাজ শেষ না করে তাহলে তেহরান আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে।#

342/