‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৭ ফেব্রুয়ারী ২০২৪

৭:১৪:২৭ PM
1440823

মৃত্যুর আগে মুক্তির প্রহর গুণছিলেন নাভালনি: সহকর্মীর দাবি

রাশিয়ার কারাগারে মৃত্যুবরণকারী বিরোধীনেতা অ্যালেক্সি নাভালনি তার আকস্মিক মৃত্যুর আগে কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছিলেন বলে তার এক সহকর্মী খবর দিয়েছেন।

মারিয়া পেভচিখ নামের ওই সহকর্মী ইউটিউবে প্রকাশিত এক ভিডিও পোস্টে দাবি করেছেন, জার্মান কারাগারে আটক রাশিয়ার একজন গোয়েন্দা কর্মকর্তার মুক্তির বিনিময়ে নাভালনিকে ছেড়ে দিতে সম্মত হয়েছিল মস্কো।

৪৭ বছর বয়সি রাজনীতিবিদ নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন। ১৯ বছরের দণ্ডাদেশ নিয়ে কারাভোগের সময় গত সপ্তাহে তিনি হাঁটাহাঁটি করার এক পর্যায়ে পড়ে গিয়ে মারা যান বলে রুশ কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

মারিয়া পেভচিখ তার ভিডিও পোস্টে বলেন, প্রেসিডেন্ট পুতিন ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে রাশিয়ায় আটক রুশ গোয়েন্দা কর্মকর্তা ভাদিম ক্রাসিকভের বিনিময়ে নাভালনি ও দু’জন মার্কিন নাগরিককে ছেড়ে দিতে সম্মত হয়েছিলেন।

জার্মানিতে একটি হত্যাকাণ্ডের অপরাধে ক্রাসিকভ বার্লিনের একটি কারাগারে যাবজ্জীবন দণ্ড ভোগ করছেন। তিনি ২০১৯ সালে বার্লিনের একটি পার্কে চেচেন-জর্জিয়ান ভিন্ন মতাবলম্বী এক নেতাকে হত্যা করার অভিযোগে গ্রেফতার হন। রুশ গোয়েন্দা সংস্থা ওই নেতাকে হত্যা করার নির্দেশ দিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

চলতি মাসের গোড়ার দিকে প্রেসিডেন্ট পুতিন এক সাক্ষাৎকারে বলেন, তিনি ক্রাসিকভকে ফেরত পেতে চান। অন্যদিকে একই সময়ে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়, তারাও রুশ কারাগারে আটক দু’জন মার্কিন নাগরিককে ফেরত পেতে চান।

এখন পাভচিখ দাবি করছেন, ওই বিনিময়ের অংশ হিসেবে নাভালনিরও মুক্তি পাওয়ার কথা ছিল এবং বিষয়টি ১৫ ফেব্রুয়ারি চূড়ান্ত হয়েছিল। তিনি দাবি করেন, নাভালনিকে তার পরদিনই হত্যা করা হয় কারণ, পুতিন তাকে মুক্তি দেয়ার বিষয়টি মেনে নিতে পারছিলেন না।

মার্কিন সরকার নাভালনির মৃত্যুর জন্য সরাসরি প্রেসিডেন্ট পুতিনের হাত থাকার অভিযোগে মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে ক্রেমলিন এ অভিযোগ অস্বীকার করে বলেছে, প্রমাণহীন অভিযোগ উত্থাপন করেছে ওয়শিংটন।#

342/