‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৯ ফেব্রুয়ারী ২০২৪

৮:১৯:৫২ PM
1441261

জার্মান যুদ্ধজাহাজ থেকে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন লক্ষ্য করে গুলি

লোহিত সাগরে অবস্থান করা জার্মানির একটি যুদ্ধজাহাজ থেকে আমেরিকার একটি এমকিউ-নাইন রিপার ড্রোন লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। জার্মান গণমাধ্যম সোমবার এই খবর দিয়ে বলেছে, এটি ছিল ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা।

লোহিত সাগরে অবস্থান করা জার্মানির জাহাজটি ইয়েমেন-বিরোধী ইউরোপীয় কোয়ালিশনে অংশ নিচ্ছে। জার্মানির দার স্পাইগেল পত্রিকা জানিয়েছে, জার্মান জাহাজ থেকে মার্কিন ড্রোন লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে দুটি ক্ষেপণাস্ত্রই সমুদ্রে গিয়ে পড়ে।

জার্মান ম্যাগাজিনটি বলছে, মার্কিন ড্রোন লক্ষ্য করে জার্মানির যে যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে সেটি চলতি মাসের প্রথম দিকে লোহিত সাগরে গিয়ে ইউরোপীয় জোটে অংশ নেয়। লোহিত সাগর দিয়ে ইহুদিবাদী ইসরাইলের জাহাজ কিংবা ইসরাইল অভিমুখী জাহাজে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সংরক্ষিত সামরিক বাহিনী হামলা চালাচ্ছে। এই হামলা বন্ধ করার লক্ষ্যে আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশ জোট গঠন করেছে।

এরই মধ্যে আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনের বিরুদ্ধে কয়েক দফা সামরিক আগ্রাসন চালিয়েছে। তবে ইয়েমেনের সামরিক বাহিনী দৃঢ়ভাবে বলেছে, আমেরিকা ও ব্রিটেনের আগ্রাসনে তারা থামবে না। যতক্ষণ পর্যন্ত ইসরাইল গাজায় আগ্রাস বন্ধ না করবে ততক্ষণ ইসরাইল এবং ইসরাইল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা অব্যাহত থাকবে।#