‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

৪ মার্চ ২০২৪

৬:০০:০২ PM
1442150

আহলে বাইতের (আ.) মিডিয়ায় কার্যক্রম একটি পবিত্র কাজ : আগা তেহরানি

আহলে বাইতের (আ.) শিক্ষা প্রসারে বার্তা সংস্থা (আবনা)’র কার্যক্রমের প্রশংসায় ইরানের জাতীয় সংসদে তেহরানের জনপ্রতিনিধি বলেন, আহলে বাইতের (আ.) মিডিয়ায় কার্যক্রম একটি পবিত্র কাজ এবং এটি এমন একটি অসীম সমুদ্র যার গভীরতার কোন শেষ নেই।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): চব্বিশতম ইরানের মিডিয়াসমূহের প্রদর্শনীতে উপস্থিত হয়ে আহলে বাইত (আ.) আন্তর্জাতিক বার্তা সংস্থার স্টল পরিদর্শন করেন ইরানের জাতীয় সংসদে তেহরানের জনপ্রতিনিধি হুজ্জাতুল ইসলাম মুর্তজা আগা তেহরানি।

তিনি বলেন, যদি রাজনীতি যে কোন অবস্থায় ক্ষমতায় পৌঁছানো মূল উদ্দেশ্য ম্যাকিয়াভেলিয়ান নীতি হয়ে থাকে, তাহলে এই নীতিতে অধিকাংশ হালাল হারামে পরিণত হবে এবং অধিকার ক্ষুণ্ণ হবে।

আগা তেহরানি আরও বলেন, পবিত্র উদ্দেশ্য হাসিলে যে কোন ধরনের মাধ্যম ব্যবহার করা যাবে না। আহলে বাইত (আ.) এই ধরনের অনুমতি দেন না। এমনটা নয় যে, উদ্দেশ্য তার হাতিয়ারের বৈধতা দিবে। অবশ্যই হাতিয়ার পবিত্র হলেও (উদ্দেশ্যের জন্য) তাকে বৈধ হতে হবে।

ইরানের জাতীয় সংসদের এই সাংসদ বলেন, যারা এই ধরনের কাজ করে তারা ইসলাম সম্পর্কে অজ্ঞ। এমনটা বলা যাবে না যে, তারা না জেনে পক্ষপাতদুষ্ট আচরণ করছে বরং তারা মুসলমানের সন্তান, নামাজ ও রোজা রাখে; কিন্তু বাস্তবে তারা অসাধু উদ্দেশ্য অনৈতিক কাজ করে। যারা এমনটি করছে তারা ভুল পথে যাচ্ছে এবং অবশ্যই তাদের অসাধু কাজে নিষেধ করতে হবে।

মরহুম ইমাম খোমেনি (রহ.) এবং বিপ্লবের সম্মানিত রাহবারের জীবনে অসাধু কাজের একটিও নজির না পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সঠিক পথ হল সেই পথ যা বিপ্লবের দুই ইমাম দেখিয়ে গেছেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের আসন্ন সংসদ নির্বাচনের প্রতি ইঙ্গিত করে হুজ্জাতুল ইসলাম আগা তেহরানি বলেন, সামনে যে সকল বন্ধু-গণ সংসদে আসবেন তাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন ঐশী নিয়ম-কানুন বিনষ্ট না হয়। ইসলাম যেহেতু সবচেয়ে জবাবদিহিতাকারী এবং আহলে বাইত (আ.) যেহেতু সর্বজনীন, তাই তাদের বিধি নিষেধ হল সবচেয়ে বেশি পরিপূর্ণ।

আহলে বাইত (আ.) এর শিক্ষা প্রসারে বার্তা সংস্থা আবনার কার্যক্রমের প্রশংসা করে ইরানের জাতীয় সংসদে তেহরানের জনপ্রতিনিধি বলেন, মিডিয়ার কিছু কর্তব্য রয়েছে এবং এটি একটি মহান কাজ। আমাদের নবীর সবচেয়ে বড় মুজিযা হল পবিত্র কুরআন শরীফ। জিবরাইল (আ.) একটি মাধ্যম হয়ে পবিত্র কুরআনকে রসুলের নিকট পৌঁছেছেন এবং রসুল (সা.) মাধ্যম হয়ে তা মানুষের নিকট পৌঁছেছে। কুরআনে করীম হল সবচেয়ে বড় মুজিযা যা এখনো বিদ্যমান রয়েছে। আহলে বাইতের (আ.) মিডিয়ায় কার্যক্রম একটি পবিত্র কাজ এবং এটি এমন একটি অসীম সমুদ্র যার গভীরতার কোন শেষ নেই।

উল্লেখ্য, ইরানের মিডিয়াসমূহের প্রদর্শনী গত ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন সকাল ৯টা ৩০মিনিট হতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। আহলে বাইত (আ.) আন্তর্জাতিক বার্তা সংস্থা (আবনা) এই আয়োজনে অংশগ্রহণ করে এবং ধর্মীয় ক্যাটাগরির জি-৭ নং স্টলে উপস্থিত দর্শক ও বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গের আপ্যায়ন করে।#176A