‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১২ মার্চ ২০২৪

৬:৪৩:১৫ PM
1443959

লেবাননে হামলার প্রতিশোধ: ইসরাইলে ১০০ রকেট ছুঁড়লো হিজবুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ১০০টি রকেট দিয়ে হামলা চালিয়েছে। লেবাননের বেকা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল বিমান হামলার চালানোর পর হিজবুল্লাহ ইসরাইলের ভেতরে পাল্টা হামলা চালালো।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরাইলের কেইলা ব্যারাকের বিমান ও ক্ষেপণাস্ত্র কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। এছাড়া, ইয়োভ ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি ঘাঁটি এবং আশপাশের কয়েকটি আর্টিলারি কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় একশর বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ যোদ্ধারা।

ইসরাইলের পক্ষ থেকেও ১০০ রকেট নিক্ষেপের খবর নিশ্চিত করা হয়েছে। ইসরাইল বলেছে, আজ মঙ্গলবার সকালে লেবানন থেকে ইসরাইলের দুটি লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় যার মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরাইলের আপার গ্যালিলি ও অধিকৃত গোলান মালভূমি এলাকায় সাইরেন বাজানো হয় তবে ক্ষয়ক্ষতির কোন খবর তারা প্রকাশ করেনি। লেবাননের ভেতরে ইসরাইলের বিমান হামলার কারণে চলমান সংঘাত আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।#

342/