‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১২ মার্চ ২০২৪

৬:৪৪:০১ PM
1443962

ইসরাইলকে বহু বছর ধরে চ্যালেঞ্জ করবে হামাস

গাজার প্রতিরোধ সংগঠন হামাসকে নির্মূল করার ব্যাপারে ইসরাইলের সক্ষমতা নিয়ে আমেরিকার গোয়েন্দা মূল্যায়ন রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনটি সম্ভবত দখলদার ইসরাইলের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

‘২০২৪ অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট’ নামে ওই রিপোর্টে বলা হয়েছে, ইসরাইল গাজায় যে গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে তার মাধ্যমে হামাসকে নির্মূল করার ঘোষিত লক্ষ্য অর্জন করা কঠিন হবে। সেক্ষেত্রে ইসরাইলকে সম্ভবত আগামী কয়েক বছর ধরে হামাসের সশস্ত্র প্রতিরোধ মোকাবেলা করতে হবে। একইভাবে গাজার ভেতরে হামাস যোদ্ধারা যে টানেল অবকাঠামো গড়ে তুলেছে তা ধ্বংস করাও তাদের জন্য কঠিন হবে। এর পাশাপাশি গাজার চলমান যুদ্ধ আরো বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে মার্কিন গোয়েন্দা রিপোর্টে।

মূল্যায়ন রিপোর্টে আরো বলা হয়েছে, গাজার চলমান হত্যাকাণ্ড আমেরিকার আরব মিত্রদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে কারণ গাজার হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞের ফলে দিন দিন আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে জনমত ফুঁসে উঠছে। এ পরিস্থিতিতে ইসরাইলকে আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রচণ্ড চাপের মুখে পড়তে হবে।

মার্কিন গোয়েন্দা রিপোর্টে আরো বলা হয়েছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে। হিজবুল্লাহ বর্তমানে যেসব অভিযান চালাচ্ছে তার অর্থ হচ্ছে তারা ইসরাইলকে ধ্বংস করতে চায়।#

342/