‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১২ মার্চ ২০২৪

৬:৪৪:৩৬ PM
1443963

ইসরাইল যেভাবে সালমাকে শহীদ করে

গাজায় ইহুদিবাদী ইসরাইলের নতুন দফা বর্বরোচিত আগ্রাসনে শহীদ হওয়া হাজার হাজার শিশু শহীদের একজন ৪ বছর বয়সী ফিলিস্তিনি মেয়ে সালমা জাবের।

সালমার বাবা বলেন, 

২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলি সৈন্যদের গুলিবর্ষণের মুখে গাজা শহর থেকে পালানোর চেষ্টা করার সময় সালমা ঘারে আঘাত পায় এবং তার বাহুতে শাহদাতবরণ করেন।

হোসাইন জাবের" তার মেয়ের শাহাদাতের বর্ণনা দিতে গিয়ে বলেন,

আমার পরিবার তখন আবাসিক এলাকা থেকে পালিয়ে যাচ্ছিল। আমার চোখের সামনে সালমাকে তার ঘাড়ে গুলিবিদ্ধ হতে দেখলাম। সে তীব্র ব্যাথায় এবং যন্ত্রণায় কাতরাচ্ছিল এবং দৌড়াচ্ছিল। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে গাড়িতে নিয়ে যাই।  আমার স্ত্রী এবং অন্য সন্তান ওমর ও সারা দৌড়াতে থাকে।

হোসেন জাবের বলেন, সালমা যেখানেই যেত সেখানেই সবাইকে আনন্দে মাতিয়ে তুলতো। আমার তিন বছরের ছেলে ‘ওমর’ এখনো আমাকে জিজ্ঞেস করে সালমা কোথায়?

গতকাল সোমবার জাতিসংঘ শিশু তহবিল "ইউনিসেফ'র  মুখপাত্র জেমস এল্ডার গাজা উপত্যকায় যুদ্ধ, ক্ষুধা ও অপুষ্টিতে শিশুরা সবচেয়ে বেশি ভুগছে উল্লেখ করে বলেছেন, "গাজার ট্র্যাজেডি বর্ণনা করার জন্য কোন উপযুক্ত শব্দ আমার কাছে নেই।"

২০২৩ সালের অক্টোবর থেকে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন এবং পৃষ্ঠপোষকাতায় তেল আবিবের শাসক গোষ্ঠী গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরে নিরস্ত্র এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা চালিয়ে আসছে।

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পাশবিক হামলায় ৩১ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং আরো ৭২ হাজারেরও বেশি আহত হয়েছেন।

অবৈধ ইসরাইল রাষ্ট্র ১৯১৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিকতার নীল নকশার বাস্তবায়ন। ফিলিস্তিনি ভূমিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদের এনে এই রাষ্ট্রটি তৈরি করা হয়েছিল এবং ১৯৪৮ সালে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। তারপর থেকে ফিলিস্তিনিদের গণহত্যা এবং তাদের সমগ্র ভূমি দখলের জন্য ফিলিস্তিনিদের বিভিন্ন পর্যায়ে গণহত্যার পরিকল্পনা করা হয়েছে।#