‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৫ মার্চ ২০২৪

১:৩৮:৩০ PM
1444540

গাজায় শহীদদের তালিকায় রয়েছেন বহু ক্রীড়াবিদ; সর্বশেষ শহীদ হন বারাকাত

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনের জাতীয় ফুটবল দলের নামকরা খেলোয়াড় মোহাম্মাদ বারাকাত ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছেন।

সোমবার (১১ মার্চ) ফিলিস্তিনে ছিলো রোজার প্রথম দিন। অন্যদিনের মতো সেদিনও গাজায় বোমা হামলা অব্যাহত রাখে ইসরাইল। এই হামলায় শহীদ হন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা মোহাম্মদ বারাকাত। তিনি দেশটির ঘরোয়া লিগে আহলি গাজা ফুটবল ক্লাবের হয়ে খেলতেন।

ক্লাবের জার্সিতে ১১৪ গোল করেছেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। তিনি প্রথম ফুটবলার যিনি গাজাভিত্তিক কোনো ক্লাবের হয়ে ১০০টি গোলের রেকর্ড গড়েন। শুধু বারাকাতই নন, ইসরাইলের বোমা হামলায় মারা গেছেন গাজার আরও অনেক ক্রীড়াবিদ। 

এই যুদ্ধে এ পর্যন্ত শহীদ হয়েছেন বাস্কেটবল খেলোয়াড় আল-ব্রেইজ, বাসিম-আল নাবহিন, ফুটবলার রাশিদ দাবুর এবং ফিলিস্তিন জাতীয় দলের ফুটবলার হানি আল-মাসদার ও আহমাদ আওয়াদ।#

342/