‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৬ মার্চ ২০২৪

২:২৩:৩৯ PM
1444827

গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করলো হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, বন্দী বিনিময় এবং পর্যাপ্ত ত্রাণ সরবরাহের ব্যাপারে একটি প্রস্তাব উপস্থাপন করেছে। গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে হামাস ঘোষণা করেছে যে, তারা তাদের এই প্রস্তাব মধ্যস্থতাকারী দেশ মিশর এবং কাতারের কাছে হস্তান্তর করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, পূর্ণাঙ্গ প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং ইসরাইলি আগ্রাসনে উদ্বাস্তু হওয়া ফিলিস্তিনিদের ঘরবাড়িতে ফিরে আসার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে।

হামাস ওই বিবৃতিতে বলেছে, “আমাদের জনগণের অধিকার এবং তাদের সুবিধা-অসুবিধা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।’

হামাস এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেনি তবে বার্তা সংস্থা রয়টার্স আজ জানিয়েছে, হামাসের প্রস্তাবে ইসরাইলি নারী বন্দি, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের মুক্তির কথা বলা হয়েছে যার বিনিময়ে প্রাথমিক দফায় ফিলিস্তিনের ৭০০ থেকে এক হাজার বন্দিকে মুক্তি দেয়ার কথা বলা হয়েছে।

রয়টার্স আরো জানিয়েছে, প্রাথমিক বন্দী বিনিময় এবং গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ হলেই কেবল হামাস স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে রাজি হবে। হামাসের পরিকল্পনা অনুসারে দ্বিতীয় দফায় দুই পক্ষ সমস্ত বন্দী বিনিময় করবে।

হামাসের এই পরিকল্পনাকে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করা হয়েছে।#

342/