‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৯ মার্চ ২০২৪

১:৫৯:১৭ PM
1445503

ইসরাইলি হামলায় শহীদ গাজার পদস্থ পুলিশ কর্মকর্তা

অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে হানা দিয়ে ফিলিস্তিনের একজন উচ্চ-পদস্থ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা।

সোমবার সকালে তারা গাজা উপত্যকার বৃহত্তম এই হাসপাতালে হামলা চালিয়ে গাজার পুলিশ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফায়েক আল-মাবহুহকে হত্যা করে।

গাজার এই পুলিশ কর্মকর্তা অতি সম্প্রতি দুর্ভিক্ষে আক্রান্ত উত্তর গাজায় ত্রাণ পৌঁছে দেয়ার কাজে সহযোগিতা করছিলেন। তিনি গাজার পুলিশ, বেসামরিক নাগরিক ও জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী বিষয়ক সংস্থা আনরোয়া’র মধ্যে সমন্বয়কের ভূমিকাও পালন করছিলেন।

ইসরাইলি দখলদার বাহিনী মাবহুকে হত্যা করার পাশাপাশি আল-শিফা হাসপাতালে হামলা চালানোর দায়ও স্বীকার করেছে। ওই বাহিনী দাবি করেছে, হাসপাতালটিতে তারা হামাসের সিনিয়র সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইন এবং চতুর্থ জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা করেছে। মন্ত্রণালয় বলেছে, ইহুদিবাদী সরকারের সামরিক বাহিনী তার আচরণকে ন্যায্যতা দেয়ার জন্য বানোয়াট কাহিনী বর্ণনা করেছে।#

342/