‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২০ মার্চ ২০২৪

১:১১:৩৭ PM
1445720

এক সপ্তাহে বেন গুরিয়ানে দু’বার হামলা চালাল ইরাকের প্রতিরোধ আন্দোলন

ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলন এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে। এর আগে গত ১২ মার্চ ইরাকি যোদ্ধারা একই বিমানবন্দরে হামলা চালিয়েছিলেন।

আজ (বুধবার) ওই আন্দোলন এক বিবৃতিতে গাজা উপত্যকার ওপর গণহত্যামূলক যুদ্ধ পরিচালনাকারী ইসরাইলে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।  বিবৃতিতে বলা হয়েছে, আজ ভোররাতে ইরাকি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ড্রোন ব্যবহার করে ইসরাইলের বেন-গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে।

ইসরাইলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে ওই গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদীদের ঘাঁটিগুলোতে এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলন সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে তাদের দ্বিতীয় পর্যায়ের হামলা শুরু করেছে।  তারা ভূমধ্যসাগরে ইসরাইলি জাহাজ চলাচল বন্ধ করার পাশাপাশি ইসরাইলি বন্দরগুলোকে অচল করে দেয়ার হুমকি দিয়েছে। 

এছাড়া, ইরাকি প্রতিরোধ আন্দোলন গাজা গণহত্যায় ইসরাইলকে সার্বিক সহযোগিতা করার কারণে মার্কিন স্বার্থেও আঘাত হেনে যাচ্ছে। তারা ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোতে এ পর্যন্ত বেশ কয়েকবার হামলা চালিয়েছে। #

342/