‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২০ মার্চ ২০২৪

১:১২:০৪ PM
1445721

গাজা যুদ্ধের ব্যর্থতা ঢাকতে মরিয়া হয়ে উঠেছে ইসরাইল: হামাস

ইহুদিবাদী ইসরাইল গাজা যুদ্ধে নিজের ব্যর্থতা ঢাকতে এখন মরিয়া হয়ে হাসপাতালগুলোতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

দখলদার সেনারা সোমবার সকালে গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল-শিফা মেডিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালানোর পর হামাস এ প্রতিক্রিয়া জানাল। সোমবারের হামলায় গাজার পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফায়েক আল-মাবহু নিহত হন।

হামাস এক বিবৃতিতে বলেছে, বিগত প্রায় ছয় মাস যাবত ফিলিস্তিনি জনগণের অটল অবস্থান ও প্রতিরোধ ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ জয়ের আশাকে সুদূর পরাহত করে তুলেছে।

গাজায় স্থল আগ্রাসনের শুরুতে একবার হামলা চালিয়ে শিফা হাসপাতালকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল ইসরাইলি সেনারা। এরপর তারা সেখান থেকে চলে যাওয়ার পর গাজার স্বাস্থ্য বিভাগ এটিকে আবার সক্রিয় করে এবং বর্তমানে সেখানে শত শত আহত মানুষের চিকিৎসা চলছে। এছাড়াও সেখানে প্রায় ৩০ হাজার বেসামরিক নাগরিক আশ্রয় গ্রহণ করেছেন।

গাজা উপত্যকার অর্ধেকের বেশি হাসপাতাল বর্তমানে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে অথবা আংশিক চালু রয়েছে। গাজায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত দখলদার সেনাদের গণহত্যা অভিযানে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু। এই গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও মানবতাবিরোধী অপরাধ বন্ধ করার কোনো মানসিকতা তেল আবিব দেখাচ্ছে না।#

342/