‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২২ মার্চ ২০২৪

১:৫৮:২৮ PM
1446091

‘ইসরাইল যুদ্ধে যা অর্জন করতে পারেনি তা তাকে সংলাপে অর্জন করতে দেব না’

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারীর মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনা চলছে।

এ সম্পর্কে হামাস নেতা ওসামা হামদান বলেছেন, তাদের পক্ষ থেকে দেয়া সর্বশেষ প্রস্তাবে ছাড় দেয়া সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইল এ ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

লেবানন-ভিত্তিক হামাসের এই পলিটব্যুরো নেতা রাজধানী বৈরুতে এক সাংবাদ সম্মেলনে আরো বলেন, “মধ্যস্থতাকারীদের আহ্বানে সাড়া দিয়ে হামাস নিজেদের অবস্থান থেকে সরে এসেছে যাতে একটি চুক্তি সই করা যায়।”

তিনি বলেন, কিন্তু দখলদার সরকার এ ব্যাপারে এমন নেতিবাচক জবাব দিয়েছে যা গাজাবাসী ফিলিস্তিনি জনগণ বা প্রতিরোধ ফ্রন্টের চাহিদা বাস্তবায়ন করবে না। এমনকি তারা আগের চেয়ে পেছনে চলে গেছে বলে তিনি মন্তব্য করেন।

দোহায় বর্তমানে মিশর, কাতার ও মার্কিন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনা চলছে।

ওসামা হামদান আরো বলেন, ইসরাইল আসলে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে এবং একে একটি অচলাবস্থার মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে।

হামাসের এই সিনিয়ার নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা সাফ জানিয়ে দিতে চাই, দখলদার বাহিনী সামরিক উপায়ে গাজা উপত্যকায় যা অর্জন করতে পারেনি আমরা আলোচনার টেবিলে তাদেরকে তা অর্জন করতে দেব না। আলোচনার মারপ্যাঁচ দিয়ে তেল আবিব কিছুই অর্জন করতে পারবে না।”#

342/