‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২২ মার্চ ২০২৪

২:০৩:৪১ PM
1446097

গাজা ইস্যুতে নিউ ইয়র্ক টাইমসের ধোঁকাবাজি; ইরানি সাংবাদিকের প্রতিবাদ

গাজার খবর প্রকাশের ক্ষেত্রে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের ধোঁকাবাজির সমালোচনা করেছেন ইরানের প্রখ্যাত সাংবাদিক এলহাম আবেদিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে তিনি লিখেছেন, 'নিউইয়র্ক টাইমসের ছবিসহ শিরোনাম- কেন আরও সাহায্য গাজায় পৌঁছায় না? তাদের ছবি ও শিরোনাম দেখে বোঝার উপায় নেই যে, গাজা অবরুদ্ধ এবং সেখানে সাহায্য পৌঁছানোকে কতটা কঠিন করে রাখা হয়েছে । কেউ যদি পুরো খবরটি না পড়ে শুধুমাত্র শিরোনামটি দেখে, তাহলে সেই পাঠক গাজা পরিস্থিতির জন্য এর মূল হোতা ইসরাইলকে খুব কমই দোষারোপ করবে। দেখুন কীভাবে তারা শব্দ নিয়ে খেলা করার মাধ্যমে পুরো নেরেটিভ ও বিষয়টিকে পরিবর্তন করে দিচ্ছে।'


অবশ্য এবারই প্রথম নয় যে, পশ্চিমা মিডিয়া গাজাবাসীর অসহায়ত্ব এবং ইসরাইলি বর্বরতা আড়াল করতে খবর প্রকাশের ক্ষেত্রে ধোঁকাবাজির আশ্রয় নিল। তারা সব সময় এ কাজটি করে এসেছে।

অবশ্য গাজায় চলমান গণহত্যা ও নৃশংসতা এমন বিষয় যা এখন কোনোভাবেই আড়াল করা সম্ভব নয়, সেখানে যা ঘটছে তা গোটা বিশ্বের সামনেই ঘটছে।#

342/