‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৩ মার্চ ২০২৪

১:৩৯:৪৪ PM
1446260

আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি বাতিল করায় প্রশংসায় ভাসছে নাইজার সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করার কারণে প্রশংসায় ভাসছে নাইজার সরকার। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি নানা শ্রেণী-পেশার মানুষ দেশটির সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

নাইজারের রাজনৈতিক অঙ্গনের সক্রিয় কর্মী ও সিভিল সোসাইটির সদস্য মাইকোল জুদি ইরানপ্রেস বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশ আসলেই স্বাধীনতা-সার্বভৌমত্বের দিকে এগোচ্ছে।

নাইজারের রাজধানী নিয়ামির আরেক বাসিন্দা কাবিরু মুহাম্মাদ ইরানপ্রেস বার্তা সংস্থাকে বলেছেন, মার্কিন সেনা উপস্থিতিকে অবৈধ ঘোষণা করে সরকার একটি ভালো কাজ করেছে। এই সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।

 নাইজারের তরুণ রাবিউ বুবাকার বলেছেন, সন্ত্রাসবাদ দমনের জন্য মার্কিন সেনা উপস্থিতিকে বৈধতা দেওয়া হয়েছিল, কিন্তু মার্কিন সেনা উপস্থিতি সন্ত্রাসবাদ দমনে কোনো কাজে আসেনি।

গত ১৬ মার্চ নাইজারের সামরিক সরকার আমেরিকার সাথে সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। পাশাপাশি নাইজারে আমেরিকার সেনা উপস্থিতিকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে।#

342/