‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৩ মার্চ ২০২৪

১:৪২:২০ PM
1446262

আল-শিফা থেকে কমান্ডারদের আটক করার দাবি প্রত্যাখ্যান করল হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে রক্তক্ষয়ী হামলার ঘটনায় ফিলিস্তিনি প্রতিরোধ কমান্ডারদের আটক করার যে দাবি ইহুদিবাদী ইসরাইল করেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে হামাস।

হামাসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বিশ্বজনমতকে বিভ্রান্ত করতে এমন দাবি করছে তেল আবিব।

ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি আল-শিফা হাসপাতালে হানা দিয়ে সেখানে আশ্রয় গ্রহণকারী শতাধিক নিরীহ মানুষকে হত্যা করে। এরপর সেখান থেকে গণহারে ধরে নিয়ে যাওয়া ৩৫৮ ব্যক্তির একগুচ্ছ ছবি প্রকাশ করে দাবি করে, এরা সবাই হামাসের কমান্ডার।

এ সম্পর্কে হামাসের ওই নিরাপত্তা কর্মকর্তা আল-জাযিরাকে বলেছেন, আটক ব্যক্তিদের ছবি সঠিক নয় এবং ইসরাইলের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ হিসেবে এ ছবি প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, প্রকাশিত কিছু ছবি এখনকার গাজার নয়। এছাড়া, ইসরাইল আল-শিফা থেকে যেসব ডাক্তারকে ধরে নিয়ে গিয়েছিল তাদেরকে এরইমধ্যে ছেড়ে দিয়েছে এবং যেসব লাশ নিয়ে গিয়েছিল সেগুলিও ফেরত দিয়েছে।

গত সোমবার সকালে ভারী অস্ত্রে আপাদমস্তক সজ্জিত ইসরাইলি সেনারা আল-শিফা হাসপাতালে হানা দিয়ে সেখানকার রোগী, ডাক্তার, নার্স ও আশ্রয় গ্রহণকারী হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনিকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়।

হাসপাতালের ভেতরে ও আশপাশে চালানো ওই হামলায় অন্তত ১৪০ জন নিহত  ও কয়েকশ’ মানুষ আহত হন। দখলদার সেনারা সাংবাদিক ও স্বাস্থকর্মীসহ ৬৫০ ব্যক্তিকে গণহারে আটক করে নিয়ে যায়। এরপর ইসরাইল দাবি করে, তারা হামাসের বহু কমান্ডারসহ কয়েকশ’ বন্দুকধারীকে আটক করেছে।#

342/