‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৪ মার্চ ২০২৪

১:৫৬:২৩ PM
1446486

ত্রাণ প্রার্থীদের ওপর ইহুদিবাদীদের আবারো গুলি, অন্তত ১৯ ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ প্রার্থীদের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনাদের বর্বর আগ্রাসনে নতুন করে অন্তত ১৯ ফিলিস্তিনি শহীদ এবং ২৩ জন আহত হয়েছেন। হতাহত ফিলিস্তিনিরা মারাত্মক ক্ষুধার শিকার হয়ে গাজা শহরে ত্রাণ সংগ্রহের চেষ্টা করছিলেন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল (শনিবার) গাজা শহরের আল-কুয়েত এলাকায় এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়েছে, দখলদার সেনারা রাইফেল ও ট্যাংক থেকে ক্ষুধার্ত মানুষের ওপর গোলাগুলি বর্ষণ করে অথচ এ সমস্ত মানুষ আটা, ময়দা ও অন্যান্য ত্রাণ সামগ্রীর জন্য অপেক্ষা করছিল। কোনমতেই ইহুদিবাদী সেনাদের জন্য তারা কোন রকমের ঝুঁকি সৃষ্টি করেনি।

গাজার সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, যখন অসহায় পরিবার-পরিজন এবং শিশুদের জন্য খাদ্য সংগ্রহের চেষ্টা করছিল কখন বেসামরিক এসব মানুষের ওপর ভয়াবহভাবে গুলি চালিয়েছে দখলদার সেনারা। সেখানে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটেছে যার মধ্যে বেশ কয়েকজন নারীও গুলিবিদ্ধ হয়েছেন।

মাহমুদ বাসাল বলেন, বাস্তবতা অত্যন্ত বেদনাদায়ক, কঠিন এবং চ্যালেঞ্জিং। গাজার সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, আহতদেরকে নিকটস্থ আল-আহলি আরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।#

342/