‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২৫ মার্চ ২০২৪

১:৫৯:০৭ PM
1446721

ইসরাইল বিলুপ্ত না হলে বিশ্বের জন্য বিপজ্জনক উদাহরণ হয়ে থাকবে

একজন স্যোশাল মিডিয়াকর্মী সোশ্যাল নেটওয়ার্ক এক্স-পেইজে একটি পোস্ট পুনঃপ্রকাশ করেছেন। 'আই অন প্যালেস্টাইন' নামের ওই আইডি ব্যবহার করে তিনি ইসরাইলকে বর্বরতার সীমা অতিক্রমি একটি শাসক হিসাবে উল্লেখ করেছেন।

এই স্যোশাল মিডিয়াকর্মী এক্স-পেইজে আরও লিখেছেন: ইসরাইল বর্তমান সভ্যতার এই যুগে অপরাধ এবং গণহত্যার মতো কলঙ্কের সকল মাত্রা ভেঙেছে। তারা নৃশংসতার সীমা অতিক্রম করেছে এবং বিশ্ববাসীকে শয়তানী আত্মবিশ্বাস দিয়েছে। বিশ্বের জন্য তিক্ত দিন অপেক্ষা করছে। এখন থেকে পৃথিবীর সব দুষ্ট মানুষ নিজেদের প্রশ্ন করবে: শুধু ইসরাইল আর আমেরিকা কেন? আমরা কেন নই?


এক্স সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া ওই পোস্টের ছবি

সাম্প্রতিক দিনগুলোতে গাজার আল-শিফা হাসপাতালে ইহুদিবাদী সেনাবাহিনী জঘন্যতম অপরাধ চালিয়েছে। পবিত্র রমজান মাসে মুসলিম মহিলাদের ধর্ষণ এবং তাদের গুলি করার পাশাপাশি ওই হাসপাতালে রোগীদের ওপর গণহত্যা চালিয়েছে তারা। প্রত্যক্ষদর্শীদের বরাতে ওই ঘটনার খবর প্রকাশের সাথে সাথে বিশ্বব্যাপী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ ও ঘৃণার জোয়ার সৃষ্টি হয়েছে।
চিকিৎসা কেন্দ্র ও হাসপাতালে আক্রমণ করা যুদ্ধাপরাধ হিসেবে পরিগণিত। অথচ বর্বর ইহুদিবাদী ইসরাইল সাম্প্রতিক দিনগুলোতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কবার্তার তোয়াক্কা না করেই ওই যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে।
৭ অক্টোবর ২০২৩ সাল থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ইসরাইল সরকার গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরের নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নতুন করে গণহত্যা শুরু করেছে।
সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গাজায় ইহুদিবাদী ইসরাইলি হামলায় ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং ৭৪ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। 

১৯১৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিকতার পরিকল্পনায় বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে ইসরাইল প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৪৮ সালে ইসরাইল তাদের অস্তিত্ব ঘোষণা করে। তারপর থেকে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর বিভিন্ন পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে এবং ফিলিস্তিনীদের সমগ্র ভূমি দখল করার পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে।#


342/