‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৭ মার্চ ২০২৪

১২:৪৪:২৪ PM
1447152

সিরিয়ায় আঞ্চলিক নিরাপত্তা রক্ষাকারী ইরানি সেনা শহীদ

সিরিয়ায় আঞ্চলিক নিরাপত্তা রক্ষাকারী এক ইরানি সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, সোমবার রাতে সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে ইসরাইলি জঙ্গি বিমানের হামলায় বেহরুজ ওয়াহেদি শহীদ হয়েছেন। তিনি আল-আকসার শহীদ। ইরানের আলবোর্জ প্রদেশের কারাজ শহরের এই বীরের দুই বছরের এক সন্তান রয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় আহ্বানে সাড়া দিয়ে ইরানের আইআরজিসি'র কুদস ফোর্সের কিছু সেনা সেদেশে অবস্থান করে পশ্চিম এশিয়ার নিরাপত্তা রক্ষা এবং সিরিয়ায় সন্ত্রাসবাদ বিশেষকরে জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস মোকাবেলায় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন।#

342/